পুরোটাই হয়েছে তাঁর অগোচরে। তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে, তিনি ডালে ডালে চললেও পাতায় পাতায় চলেছে খোদ তাঁরই ভাইপো। হ্যাঁ, অজিত পাওয়ারের কলকাঠি নাড়ায় যে বিজেপি-এনসিপিতে জোট সরকার হচ্ছে সেটা জানতেনই না এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার! শনিবার সকালে টুইট করে নিজেই সে কথা স্বীকার করলেন তিনি। যার পর সামনে চলে এল কাকা-ভাইপোর দ্বন্দ্ব৷
প্রসঙ্গত, ভাইপো অজিত উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পরই টুইটারে এনসিপি সুপ্রিমো লেখেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানতাম না। মহারাষ্ট্রে সরকার গঠনের ক্ষেত্রে বিজেপিকে সমর্থন করা অজিত পাওয়ারের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। এর সঙ্গে এনসিপির কোনও যোগ নেই। আমরা ওঁর এই সিদ্ধান্তকে কোনওভাবেই সমর্থন করছি না।’ একই কথা বলছেন এনসিপি নেতা জয়ন্ত পাটিল, জীতেন্দ্র আওহাদ, নবাব মালিকরাও।
এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, বিকেল ৪টেয় দলের গুরুত্বপূর্ণ বৈঠকে বহিষ্কার করা হতে পারে অজিত পাওয়ারকে৷ তাহলে অবশেষে ভাইপোর বিরুদ্ধে কড়া হবেন কাকা? দল তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার৷ এদিকে মুম্বইয়ের ওয়াইবি চৌহান সেন্টারে দলের কর্মীরা অজিত পাওয়ারের বিরুদ্ধে স্লোগান তোলেন৷ অন্যদিকে দলের কর্মীরা শরদ পাওয়ার নামে তাঁদের আস্থা প্রকাশ করে স্লোগান দেন৷ এর থেকেই স্পষ্ট, দলের একটা বড় অংশই অজিতের ওপর ক্ষুব্ধ৷