কিছুদিন আগেই গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা তুলে নিয়েছিল মোদী সরকার। তার বদলে রাহুলদের বরাদ্দ হয়েছিল ৯ বছরের পুরনো গাড়ি। এবার এসপিজি প্রসঙ্গে নয়া বিল আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, যেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী ছাড়া কেউ এসপিজি নিরাপত্তা পাবেন না এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রীরাও না! অর্থাৎ এই বিল পাশ হলে এবার থেকে শুধু মোদীই এসপিজি নিরাপত্তা পাবেন! বিষয়টি প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন বিরোধীরা।
গান্ধী পরিবারের এসপিজি সরিয়ে দেওয়ার কারণ হিসাবে বলা হয়েছিল এখন যেহেতু দেশে জঙ্গী কার্যকলাপ কমে গেছে তাই গান্ধী পরিবারের ওপর হামলার আশঙ্কাও অনেক কম তাই এসপিজির বদলে জেড প্লাস দেওয় হল প্রিয়াঙ্কাদের।সেই ঘটনার কিছু দিন যেতে না যেতেই এবার নিজের জন্যেই শুধু এসপিজি নিরাপত্তার ব্যবস্থা করছেন তিনি।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের এসপিজি নিরাপত্তা গত অগস্টে সরিয়ে দেওয়া হয়। সম্প্রতি সনিয়া, রাহুল ও প্রিয়ঙ্কা গাঁধী বঢরার এসপিজি-ও সরানো হয়েছে। সদ্য কালই প্রিয়ঙ্কা বলেছেন, ‘‘এসিপিজি নিরাপত্তা সরানোটা আসলে রাজনীতি”।
কংগ্রেসের রশিদ অলভি আজ বলেন, ‘‘বিজেপি আসলে গাঁধী পরিবারকে খতম করতে চাইছে। গাঁধী পরিবারের উপর হামলার আশঙ্কা যে রয়েছে, মোদী সরকারই তা জানিয়েছে।’’