ভারতের পরিবেশে এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দূষণ। এই দূষণের মাত্রার বিচারে এগিয়ে দিল্লী। কিছুদিন আগেই এই দিল্লীর দূষণের ফলে মাস্ক পরে প্র্যাকটিস করতে দেখা গেছে বাংলাদেশের ক্রিকেটারদের। আর এইবার ভারতের এই দূষনের প্রতিবাদের হাতিয়ার করল মাস্ক। এই মাস্ক পরেই সংসদের শীতকালীন অধিবেশনে হাজির হলেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। মঙ্গলবার অধিবেশনের জিরো আওয়ারে সরব হলেন দূষণ নিয়ে। দাবি জানালেন, দূষণ রুখতে দ্রুত ব্যবস্থা নিক সরকার।
এদিন মাস্ক পরে অধিবেশনে চলে যান এই চিকিৎসক সাংসদ। সেটি পরেই শুরু করেন বক্তৃতা। তারপর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার অনুরোধে মাস্কটি খুলে ফেলেন তিনি। কাকলি লোকসভায় যে আসনে বসেন, তার ঠিক পিছনেই বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের আসন। দেখা যায় দলের সাংসদের কাণ্ড দেখে শতাব্দীও হাসছেন।
তাঁর বক্তৃতায় কাকলি বলেন, “বিশ্বের ১০টি দূষিত শহরের মধ্যে ন’টি ভারতের। সরকার কি কোনও ব্যবস্থা নেবে না? যে ভাবে স্বচ্ছ ভারত মিশন চালু হয়েছে, সে ভাবে কি স্বচ্ছ হাওয়া মিশন আমরা চালু করতে পারি না?” সংসদ ভবনের বাইরেও ওই মাস্ক পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাকলি। বলেন, “নিঃশ্বাস নেওয়াটাই আজকে সংশয়ের মধ্যে পড়ে গিয়েছে। এ থেকে মানুষকে মুক্তি দিতে হবে!”