সম্প্রতি দেশে শিশু নিগ্রহের একটি রিপোর্ট সর্বসমক্ষে প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে এক ভয়ঙ্কর সত্য। ভারতে প্রতিদিন ৯৬ জন শিশু নিগ্রহের শিকার হয়। শুধু তাই নয়, শিশুদের যৌন হেনস্থার শিকারও হতে হয়। এমনইটাই জানাচ্ছে নির্যাতনের বিরুদ্ধে জাতীয় অভিযানের সংস্থা (এনসিএটি)।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী ২০১৭ সালে ভারতে বছরে অন্তত ৩৪৯৮০ জন শিশু নিগ্রহ এবং যৌন হেনস্থার শিকার হয়। দিন হিসেবে সংখ্যাটা ৯৬। রিপোর্টে উঠে এসেছে, শিশু নিগ্রহের তালিকায় শীর্ষে মধ্যপ্রদেশ। দ্বিতীয় স্থানে আছে আসাম।
২০১৭ সালে মধ্যপ্রদেশে শিশু নিগ্রহের সংখ্যা ১৬৩৮। আসামে এই সংখ্যা ১১২৭। তিনে আছে মহারাষ্ট্র, চারে ছত্তিশগড়, পাঁচে আছে উত্তরপ্রদেশ।
রিপোর্টে আরও প্রকাশ পেয়েছে ভারতের ৭১৮ জেলার মধ্যে শিশুদের পর্যবেক্ষণে রাখার হোম রয়েছে মাত্র ৩০১টি। স্পেশাল হোম রয়েছে ৩১টি। পর্যবেক্ষণ সহ বিশেষ হোমের সংখ্যা সেখানে মাত্র ২১টি। জানা গেছে, অন্তত ৩৯৬ জেলায় শিশুদের পর্যবেক্ষণে রাখার জন্য কোনও হোম নেই। তারফলে দিন দিন বেড়েই চলেছে এই শিশু নিগ্রহের সংখ্যা।