আসামের এনআরসি নিয়ে বেশ কয়েকমাস ধরেই উত্তাল রয়েছে দেশ। জানা গেছে, ইতিমধ্যেই আসাম-সহ উত্তর পূর্ব ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তুমুল ক্ষোভের সঞ্চার হয়েছে। এর আগেও ওই বিল লোকসভায় পেশ করার সময় আসাম ও সংলগ্ন রাজ্যগুলিতে বিক্ষোভ দেখানো হয়েছিল। আবার সংসদের শীতকালীন অধিবেশনে ওই বিল পেশ করার প্রাক্কালে বিক্ষোভ নতুন করে দানা বেঁধেছে।
অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন ও বহু স্বেচ্ছাসেবী সংগঠন এই নাগরিকত্ব বিলের বিরোধিতা করেছে। নাগরিকত্ব বিল পাশ হয়ে গেলে এনআরসির গুরুত্ব আর থাকবে না বলে তারা মনে করছে। কারণ ১৯৮৫ সালের যে আসাম চুক্তির প্রেক্ষিতে এনআরসি তৈরি হয়েছিল, সেখানে স্পষ্ট বলা হয়েছিল ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত যারা আসামে এসে বসবাস করছে, একমাত্র তাঁরাই নাগরিকত্বের সুযোগ সুবিধা পাবে। তারপর আগত সকলেই বেআইনিভাবে অনুপ্রবেশকারী।
এই নীতির ভিত্তিতে আসামে যে এনআরসি প্রকাশিত হয়েছে সেখানে ১৯ লক্ষাধিক মানুষ বাদ গিয়েছে নাগরিকত্ব তালিকা থেকে। যার মধ্যে ১২ লক্ষাধিকই হিন্দু। আর এই নিয়েই আসাম-বিজেপির অন্দরে তীব্র অস্বস্তি শুরু হয়েছে। এই এনআরসির ফলে প্রতিবেশী বাংলা-ত্রিপুরাতেও আতঙ্ক ছড়িয়েছে। কিন্তু বিজেপি স্থির করেছে, এবার নাগরিকত্ব বিল পাশ করাবে। আর আসাম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আপত্তি হল নাগরিকত্ব বিল পাশ হয়ে গেলে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে আসা সব হিন্দুই ভারতীয় নাগরিক হয়ে যাবে। এই নিয়ে প্রতিবাদ।