দিদিকে বলো’ কর্মসূচি নিয়ে সবংয়ের গ্রামে গ্রামে হাজির হচ্ছেন তৃণমূল সাংসদ মানস ভুঁইয়া। শুক্রবার তিনি সবংয়ের নওগাঁ গ্রাম পঞ্চায়েতের বেলকি, বনহলা, জড়ুরা, খুনখুনিয়া, নওগাঁ, বড়সাহারা, হরিপুরা, কৃষ্ণপলাশি গ্রামে যান। সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক গীতারানি ভুঁইয়া, ব্লক যুব সভাপতি আবু কালাম বক্স।
লোকসভা ভোটের সময় সমাজের যে অংশের মানুষ বিজেপি–র প্রতি আগ্রহ দেখিয়েছিলেন সেই অংশের মানুষের কাছে আরও বেশি করে গিয়ে তৃণমূলের উন্নয়নের কথা বলছেন। মানুষের পাশে থেকে মমতার সরকার বাংলার যে উন্নয়ন করছেন তার কথা বলছেন।
গেরুয়া প্রভাব মুক্ত হয়ে গ্রামবাসীরা তাই বেশি সংখ্যায় এদিনের ‘দিদিকে বলো’ কর্মসূচিতে অংশ নেন। গ্রামের রাস্তা, জল, আলো, নিকাশি, সেচ নিয়ে আলোচনা করেন মানসবাবু। সাংসদকে হাতের কাছে পেয়ে সাধারণ মানুষ বিভিন্ন বিষয়ে দাবি জানান। সাংসদ সকলের কথা মন দিয়ে শোনেন।
স্থানীয় তৃণমূল নেতা–কর্মীদের আশঙ্কা ছিল এসব গ্রামে লোকসভা ভোটে বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে ছিল তাই এই কর্মসূচিতে সাড়া মিলবে কম। কিন্তু হয়েছে উল্টো। প্রতিটি গ্রামের মানুষের মধ্যেই এই কর্মসূচিকে ঘিরে উৎসাহ, উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এসব গ্রামে ক্রমেই ফিকে হচ্ছে বিজেপি।