জারিন অপেক্ষা করছেন সেই দিনটার জন্য যেদিন মুখোমুখি হবেন ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কমের। বড় চ্যালেঞ্জের মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন বছর তেইশের এই কন্যা। ডিসেম্বরের শেষ সপ্তাহে ট্রায়াল। ২০২০ অলিম্পিক কোয়ালিফায়ারের। মেরিকে চ্যালেঞ্জ জানাবেন নিখাত জারিন।
মেরি কমকে ‘কিংবদন্তি’ আখ্যা দিয়ে জারিন অবশ্য বলেছেন, “মেরি বরাবরই আমার আদর্শ। সবসময়ই ওকে শ্রদ্ধা করি। ওর থেকে অনেক শিখেছি। ওর বিরুদ্ধে কোনও রাগ পুষে রাখিনি। আত্মবিশ্বাসের সঙ্গে, খোলা মনেই নামব মেরির বিরুদ্ধে”।
জাতীয় বক্সিং ফেডারেশনকে জারিন অনুরোধ করেছিলেন, মেরির সঙ্গে লড়ার সুযোগ দেওয়ার জন্য। অনুরোধ রেখেছে ফেডারেশন। ৫১ কেজিতে অলিম্পিক কোয়ালিফায়ারে কে যাবেন, ঠিক হবে মেরি–জারিন লড়াইয়েই।