ইডেন জুড়ে এখন সাজসাজ রব। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই একের পর এক উদ্যোগ নিয়ে চলেছেন সৌরভ। গোলাপি বল যার মধ্যে অন্যতম। যাকে নিয়ে এত আয়োজন, তার আগমন ঘটল ইডেনে। আর শুধু তাই নয়, গোলাপি বল ঘিরে আরও এক সিদ্ধান্ত নিলেন সৌরভ। এবার আকাশ থেকে ইডেনে নেমে আসবে গোলাপি বল।
মাঠে ভারত-বাংলাদেশ দুই টিমের দুই ক্যাপ্টেনের হাতে ম্যাচ শুরুর আগে অভিনব ভাবে তুলে দেওয়া হবে গোলাপি বল। হেলিকপ্টার থেকে প্যারাট্রুপাররা ইডেনের নেমে দুটি গোলাপি বল তুলে দেবেন বিরাট কোহলি ও মুমিনুল হকের হাতে।
এ ছাড়া অন্যান্য অনুষ্ঠান তো আছেই। আবার এ দিনও সিদ্ধান্ত হয়েছে টেস্ট শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজাবে মিলিটারি ব্যান্ড। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এ দিন সিএবিতে জানান, প্রথম তিন দিনের সব টিকিট নিঃশেষিত।
আজ শনিবার বাংলাদেশের বিশেষ নিরাপত্তা দলের ইডেন পরিদর্শনে আসার কথা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এ দিন বিদেশ মন্ত্রক, প্রশাসন বিভিন্ন দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক করে চলেছেন সিএবি কর্তারা।