অনুষ্কা আমার কন্যাসম। ওঁকে অপমান করার কোনো অভিপ্রায় আমার ছিল না। গতকালের মন্তব্য থেকে সরে এসে এ ভাবেই নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার। অহেতুক বিষয়টিকে বড় আকার দেওয়া হয়েছে বলে মত তাঁর।
একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে ফারুক বলেন, ‘আমি শুধু ঠাট্টা করে বলেছিলাম। তবে সেটাই পাহাড়প্রমাণ হয়ে দাঁড়াল। বেচারি অনুষ্কাকে এর মধ্যে টেনে আনা হল। ও দারুণ মেয়ে। বিরাট কোহলি একজন অসাধারণ অধিনায়ক এবং কোচ রবি শাস্ত্রী খুবই ভালো। অহেতুক গোটা বিষয়টা নিয়ে বিস্ফোরণ হয়েছে।’
বিশ্বকাপে ভারতের ম্যাচ চলাকালীন ‘অনুষ্কা শর্মাকে চা এনে দিচ্ছিলেন জাতীয় নির্বাচক’- এমনই বিস্ফোরক দাবি করেছিলেন প্রাক্তন ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার। দ্য টাইমস ইফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ফারুখ ইঞ্জিনিয়ার দাবি করেন, ‘আমাদের এখানে মিকি মাউস নির্বাচন কমিটি রয়েছে। বিরাট কোহলির ভয়ংকর প্রভাব ওদের উপর। বিশ্বকাপের সময় একজন ব্যক্তি ভারতীয় ক্রিকেটের ব্লেজার পরে ঘুরে বেড়াচ্ছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনি কে? জানলাম উনি নাকি একজন নির্বাচক। অথচ গোটা সময়ই উনি শুধু অনুষ্কা শর্মাকে চায়ের কাপ এনে দিচ্ছিলেন।’
প্রাক্তন ভারতীয় উইকেটকিপারের এই মন্তব্যের জবাব দিয়ে অনুষ্কা বলেন, ‘মিথ্যা ও ভুয়ো গল্প-দাবির বিরুদ্ধে চুপ থাকাই শ্রেয় বলে বরাবর মনে করে এসেছি। এভাবেই আমি ১১ বছর ধরে নিজের কেরিয়ার সামলেছি। তবে বলা হয়, একটা মিথ্যাকে অনেকবার বললে তা নাকি সত্যি হয়ে যায়। আমার আশঙ্কা, একই ঘটনা ঘটছে আমার সঙ্গেও। তবে আজ আর নয়।’
এই বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হতেই সুর নরম করে ফারুখ তাঁর বর্তমান অবস্থান স্পষ্ট করেন। অভিনেত্রী আরও বলেন যে, ‘আমার নিরাপত্তা বা টিকিট নিয়ে বোর্ড খুবই উদ্বিগ্ন ইত্যাদি ভুয়ো দাবি ছড়ানো হয়েছে। সত্যি হল, আমি নিজের টিকিট নিজেই কাটি। তবু আমি চুপ থেকেছিলাম।’