২২ নভেম্বর ইডেনে ভারত বনাম বাংলাদেশের প্রথম দিন-রাতের টেস্ট নিয়ে সাজো সাজো রব পড়ে গেছে। সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআইয়ের চেয়ারে বসার পরেই জানা হয়েছিল, এই টেস্টের প্রথম দিনে হাজির থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মেরি কম, পিভি সিন্ধুদের মতো অন্যান্য ক্রীড়াক্ষেত্রের তারকারাও। এবার জানা গেল, এই টেস্টের প্রথম দিন সৌরভের আমন্ত্রণে ইডেনে উপস্থিত থাকবেন দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ এবং টেনিস তারকা সানিয়া মির্জা এবং শ্যুটার অভিনব বিন্দ্রাও। শোনা যাচ্ছে, এদিন থাকতে পারেন শচীন তেন্ডুলকরও।
ইডেনে ভারত-বাংলাদেশ ঐতিহাসিক টেস্টকে স্মরণীয় করে রাখতে বেশ কিছু অভিনব পরিকল্পনা করেছে বিসিসিআই। এই প্রথম দেশের মাটিতে দিন-রাতের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। টেস্টে গোলাপি বল ব্যবহারও হবে ইডেনেই প্রথম। তাই এই ম্যাচ নিয়ে কোনো খাদ রাখতে চাইছেন না সৌরভ। বিশেষত এই টেস্ট ম্যাচে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এখনও পর্যন্ত মাঠে থাকার বিষয়ে সম্মতি মেলেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর থেকে। জানা গিয়েছে, সেদিন এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে শহরে আসছেন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। ইডেন টেস্টের প্রথম দিনে তিনি উপস্থিত থাকবেন। তাঁর সঙ্গে মাঠে দেখা যাবে টেনিস তারকা সানিয়া মির্জাকেও।
২০০০ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট সিরিজে অংশগ্রহণকারী দলের ক্রিকেটারদের সেদিন সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে সিএবি। সৌরভ স্বয়ং জানিয়েছেন, ইডেনে শচীন তেন্ডুলকর, অলিম্পিক পদকজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা, বক্সার এম সি মেরি কম এবং ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পি ভি সিন্ধুকেও মাঠে আনার চেষ্টা করা হচ্ছে। তাঁদের সবাইকে টেস্ট ম্যাচের প্রথম দিন সংবর্ধনা জানানো হবে।