জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর কেটে গেছে ৩ মাস। আর এই ৩ মাসে জম্মু-কাশ্মীরে একেবারে মুখ থুবড়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য। আপেল চাষের ক্ষতি খবরের শিরোনামে স্থান পেয়েছে। আর ভূস্বর্গের এই পরিস্থিতি গত তিন মাসে মোট ১০ হাজার কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছে। রবিবার এমনটাই জানালেন কাশ্মীর বণিক সভার সভাপতি শেখ আশিক।
আশিকের মতে গত তিন মাস ধরে জম্মু-কাশ্মীরে ব্যবসা বন্ধ। যার জেরে ভূস্বর্গের আর্থিক পরিস্থিতি অনেকটাই ভেঙে পড়েছে। সরকারের বহু চেষ্টা পরেও এখনও পরিস্থির খুব একটা উন্নতি হয়নি। তাঁর মতে, বর্তমানে ব্যবসার একটা বড় অংশ ইন্টারনেট প্রযুক্তির ওপর নির্ভরশীল। সেই ইন্টারনেট ও টেলি যোগাযোগ ব্যবস্থা গত সপ্তাহেই হয়েছে মোটের ওপর স্বাভাবিক। আর সেই কারণেই এই আর্থিক বিপর্যয়ের মুখে ভূস্বর্গের বাণিজ্য।
প্রসঙ্গত বিশ্বের বাজারে ক্রিসমাস ও ইংরেজি নববর্ষের সময়ে যে কাশ্মীরের সামগ্রী রপ্তানি করা হয়, তার বরাত আসে জুলাই-অগস্ট মাসে। কিন্তু সেই সময়েই সাংবিধানিক রদবদলের জেরে তা এবার আসেনি। আর সেই কারণেই ইতিমধ্যে কাজ হারিয়েছেন প্রায় ৫০ হাজার শ্রমিক। আশিকের মতে, ধীরে ধীরে জম্মু-কাশ্মীর স্বাভাবিক হচ্ছে এটা ঠিক। কিন্তু এই তিন মাসে জম্মু-কাশ্মীরে স্বাভাবিক ব্যসায়িক পরিস্থিতির যে পতন ঘটেছে তা এখনও অবধি স্বাভাবিক হয়নি।