লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর পর্যালোচনা বৈঠকেই তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এখন থেকে দল এবং সংগঠনের কাজে আরও বেশি করে মন দেবেন তিনি। সেই মতো পুজো মিটতেই এবার দলীয় বিধায়কদের বৈঠকে ডাকলেন মমতা। সম্ভবত ৭ নভেম্বর তৃণমূল ভবনে সেই বৈঠক।
প্রসঙ্গত, বিধায়কদের সঙ্গে প্রতি বছরই পুজোর পর আলাদা করে বিজয়া সম্মিলনীর আয়োজন করেন নেত্রী৷ প্রথামতো হওয়া সেই সম্মিলনীতেই ‘দিদিকে বলো’ কর্মসূচীর ফিডব্যাক চাইতে পারেন মমতা। কোন কোন বিধায়ক দিদিকে বলো কর্মসূচী কতটা ভালভাবে করেছেন, তার রিপোর্ট তৃণমূল নেত্রীর কাছে রয়েছে। তা নিয়েই বিধায়কদের সঙ্গে বিস্তারিত ভাবে আলোচনা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, লোকসভা ভোটে ফলাফল প্রকাশের পরপরই ‘দিদিকে বলো’র মতো গুরুত্বপূর্ণ কর্মসূচী নিয়েছিলেন মমতা। এখন যার তৃতীয় পর্যায় চলছে। কর্মসূচী কেমন ফল দিচ্ছে, দলীয় বিধায়করা দলের কথা শুনছেন কিনা, এই সব নিয়েই আলোচনা হতে পারে। আলোচোনায় উঠে আসতে পারে বিধায়কদের বিরুদ্ধে নানা অভিযোগের পর্বও। তাঁদের কাছে কৈফিয়তও তলব করতে পারেন দলনেত্রী। দেবেন ২০২০ সালে হতে চলা পুরভোট নিয়ে একগুচ্ছ নির্দেশ।