ভারতীয় বোর্ডের ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন সৌরভ। আজ বুধবার সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)-এর ৩৩ মাসের মেয়াদ শেষ হল। আজ শচীনের শহরে রাজ্যাভিষেক হল সৌরভের। এই সুখবর টুইট করে জানাল বিসিসিআই।
গতকালই মুম্বই চলে গেছিলেন দাদা। গতকাল রাতে হোটেলে বোর্ডের কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন সৌরভ। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের নৈশভোজেও তিনি মধ্যমণি। ভারতীয় ক্রিকেটের গুরুদায়িত্ব নেওয়ার আগে সব কিছু ভাল করে বুঝে নেওয়া। যেন কোথাও কোনও ফাঁকফোকর না থাকে। মুম্বই থেকে জানা গেছে, মিটিংয়ের পর মিটিং সেরেছেন। বুঝে নিতে চেয়েছেন খুঁটিনাটি যাবতীয় সব। তাঁর ‘পারফেকশন’ নিয়ে কেউ কোনও প্রশ্ন তুলতে পারেননি কোনওদিন। তাই ভাল করে দেখে নিলেন, ভুলভ্রান্তি যেন না হয়।
মঙ্গলবার ভারতের নয়া বোর্ড সভাপতির সঙ্গে দেখা করার জন্য ভারতীয় বোর্ডের সদর দপ্তরে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট নিয়োজিত সিওএ সদস্যরা। অর্থাৎ, বিনোদ রাই এবং ডায়না এডুলজি। তাঁরা সৌরভকে স্বাগত জানান।
বিনোদ রাই বলেছেন, ‘‘প্রথমে গত তিন বছরের হিসাব-পত্র পাশ করা হবে। এর পরে নির্বাচনী অফিসার নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন, যদিও মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে কেউ দাঁড়াননি।’’ তিনি সৌরভের সঙ্গেও আলোচনা করেছেন বুধবারের সভা নিয়ে। সে ব্যাপারে বিনোদ রাই বলেন, ‘‘আমরা কয়েকটা ব্যাপারে আলোচনা করেছি। বৈঠকে যা নিয়ে আলোচনা হবে সে ব্যাপারেও কথা হয়েছে।’’ তিনি আরও বলেছেন, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে তিনি খুশি। এই ৩৩ মাস দায়িত্ব সামলানোর জন্য বিনোদ রাই এবং সিওএ-র আর এক সদস্য ডায়ানা এডুলজি বেতন হিসেবে পাবেন প্রায় সাড়ে তিন কোটি টাকা করে।
উল্লেখ্য, সিওএ প্রধান বিনোদ রাই নয়া সভাপতি সৌরভ গাঙ্গুলির ভূয়সী প্রশংসা করেছেন। ‘সৌরভ যোগ্য ব্যক্তি বোর্ড চালানোর। ও জানে কীভাবে কাজ করতে হয়। দেশের অন্যতম সফল অধিনায়ক। তা ছাড়া সৌরভের প্রশাসনিক কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। দীর্ঘদিন সিএবি চালিয়েছে। আমি আশা করছি সৌরভের আমলে ভারতীয় ক্রিকেট এবং ক্রিকেটাররা প্রচুর সাহায্য পাবে এবং উন্নতি করবে।’