ইন্ডিয়ান সুপার লিগ অভিযানের শুরুতেই দারুণ জয় পেল। জামশেদপুর এফসি। তারা হারাল এ বারের আই লিগের নতুন দল উড়িষ্যা এফসিকে। ম্যাচের ফল জামশেদপুরের পক্ষে ২-১।
খেলার শুরুতেই ফারুক চৌধুরীর নিচু ক্রস বিপন্মুক্ত করতে গিয়ে আত্মঘাতী গোল করেন ওড়িশা এফসির স্টপার রানা ঘরামি। ১-০ এগিয়ে যায় জামশেদপুর। তবে পিছিয়ে গেলেও সমতা ফেরানোর চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছিল উড়িষ্যা। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ওসমতা ফেরান আরিদেন সান্তানা। বিরতিতে ম্যাচের ফল ছিল গোলশূন্য। যদিও উড়িষ্যার জেরি মহমিংথাঙ্গা গোলমুখী আক্রমণ শানিয়েছিলেন। জামশেদপুর বক্সের কিছু আগে তাঁকে আটকান বিকাশ জাইরু। রেফারি সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন বিকাশকে। ফলে বাকি ম্যাচ দশ জনেই খেলতে হয় সুব্রত পালেদের।
তবুও দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক হওয়ার বদলে আক্রমণেই জোর দিয়েছিলেন জামশেদপুর কোচ আন্তোনিয়ো ইরোন্দো। তারই সুফল ৮৫ মিনিটে সের্খিয়ো কাস্তেলের জয়সূচক গোল।