এবার পাহাড়ে সাধারণ জনগণের বিক্ষোভের মুখে পড়লেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু সিং বিস্ত। এদিন কালিম্পংয়ে তাঁর গাড়ি ঘিরে কালো পতাকা দেখানো হয়, দেওয়া হয় গো ব্যাক ধ্বনিও। গোটা ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি সাংসদ। তাঁর অভিযোগ, মঙ্গলবার সকালে কালিম্পংয়ে যাওয়ার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে হেনস্থা করে। কিন্তু সাধারণ মানুষের দাবি, তাঁরা কোনো দুষ্কৃতী নয়। বিজেপির কাজকর্মে বীতশ্রদ্ধ হয়েই এদিন বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ জনগণ।
জানা গিয়েছে, নির্ধারিত কর্মসূচীতে যোগ দিতে এদিন সকালে কালিম্পংয়ে যাচ্ছিলেন বিজেপি সাংসদ রাজু সিং বিস্ত। সেই সময়ই মন্দিরখোলা এলাকায় প্রায় ৮০ থেকে ১০০ জন স্থানীয় বাসিন্দা তাঁর গাড়ি ঘিরে ফেলে। বিজেপির দাবি, বিক্ষোভের পাশাপাশি তাঁরা অস্ত্র নিয়ে আক্রমণ করেন। তাতে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে খবর। তবে বিজেপি সাংসদের কোনও ক্ষতি হয়নি। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা হাতে কোনোরকম অস্ত্র নিয়ে বিক্ষোভ দেখায়নি।
এর আগে নিজের এলাকা দার্জিলিং-এ বেনজিরভাবে জনতার বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি সাংসদ রাজু সিং বিস্ত। সেপ্টেম্বরেই ঘটেছিল সেই ঘটনা। তাঁকে দেখানো হয়েছিল কালো পতাকা। উঠেছিল গো ব্যাক স্লোগান। সেই ঘটনার জন্য বিনয় তামাং-পন্থী গোর্খা জনমুক্তি মোর্চাকেই দায়ী করেছিল বিজেপি।
এই ঘটনার কথা চাউড় হতেই শিলিগুড়িতে বিক্ষোভের ডাক দেয় বিজেপি। সেই মোতাবেক পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। আটকে রাখা হয় পুলিশের গাড়িও। যদিও বিজেপি সাংসদ অভিযোগ করেছেন, গোটা ঘটনা ঘটেছে রাজ্য পুলিশের অকর্মণ্যতার কারণে।