অভিজিতের অপেক্ষায় প্রহর গুণছে কলকাতা। ইতিমধ্যেই তাঁর স্কুল সাউথ পয়েন্ট ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় অভিজিৎকে সম্মান জানানোর তোড়জোড় শুরু করেছে। সংক্ষিপ্ত সফরে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন অভিজিৎ। এবার নোবেল জয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক আজীবন সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই বাগান কর্তারা নিজেদের ইচ্ছার কথা অভিজিৎকে জানিয়েছেন।
এক বাগান কর্তা বলেছেন, “বৃহস্পতিবারই অভিজিৎবাবুকে চিঠি দেওয়া হয়েছে। অনুরোধ করা হয়েছে সময় বের করার। উনি এই শহরের মানুষ। তাঁকে সম্মান জানাতে পারলে আমরা গর্বিত হবো”। অভিজিতের কাছ থেকে সময় চেয়েছেন সবুজ–মেরুন কর্তারা। তিনি সময় বের করতে পারলেই ওই দিনে অভিজিৎকে সংবর্ধনা দেবে মোহনবাগান। অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হবে সাম্মানিক আজীবন সদস্যপদ কার্ড।