এই নিয়ে টানা তৃতীয়বার ও মোট ষষ্ঠবার ইউরোপিয়ান গোল্ডেন শু পুরস্কার জিতলেন লিওনেল আন্দ্রেস মেসি। ২০১৮-১৯ মরশুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির হাতে তুলে দেওয়া হলো এই পুরস্কার। রেকর্ড গড়ার পরে সাফল্যের সমস্ত কৃতিত্ব সতীর্থদের দিলেন বার্সেলোনা অধিনায়ক। গতকাল বার্সেলোনায় জমকালো অনুষ্ঠানে সপরিবারে হাজির ছিলেন মেসি। পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘আমার দল ও সতীর্থদের ছাড়া একবারও এই পুরস্কার জিততে পারতাম না। এই স্বীকৃতি দলের সবার।’
গত লা লিগায় ৩৪ ম্যাচে ৩৬ গোল করেন মেসি। সতীর্থদের দিয়েও ১৩টি গোল করান আর্জেন্টাইন এই তারকা। গোল্ডেন শু জয়ের দৌড়ে ৩২ গোল করে মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।
১৯৬৮ সালে পুরস্কারটি দেওয়া শুরুর পর থেকে এই প্রথম টানা তিনবার তা জেতার অনন্য নজির গড়লেন মেসি। এর আগে ২০০৯-১০, ২০১১-১২ ও ২০১২-১৩ মরশুমে এই পুরস্কার জিতেছিলেন তিনি। চার বার পুরস্কারটি জিতে তালিকার ২ নম্বর স্থানে রয়েছেন পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
গত মরশুমে লা লিগা জিতেছিলেন মেসি। কোপা দেল রের ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছিল সেমি-ফাইনাল থেকে। চ্যাম্পিয়ন্স লিগ বিশেষ কিছু হলেও লা লিগা আরও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন রেকর্ড ছয় বারের ফিফা বর্ষসেরা।