এর আগেও রাঁচির ভূমিপুত্র মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া রাঁচির মাঠে খেলেছে ভারতীয় টিম। টেস্টে অস্ট্রেলিয়ার সঙ্গে জিতেওছে। তবু শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের শেষ ম্যাচে টিম ইন্ডিয়া যখন রাঁচিতে খেলবেন, তখন মাঠের বাইরে ধোনির আবহ থাকবেই।
এমনিতে পুণে টেস্ট জেতার পর থেকে ভারতীয় ক্রিকেটারদের মেজাজ ফুরফুরে। ইতিমধ্যে ২-০ জিতে সিরিজও ভারতের দখলে। তবে ভারতীয় শিবিরের যা খবর, শেষ টেস্টেও প্রোটিয়াদের বিরুদ্ধে কোনও ভাবে গা ছাড়া মনোভাব দেখাতে নারাজ ক্রিকেটাররা। অন্তত টিম ম্যানেজমেন্টের বার্তা সে রকমই। ধোনির শহরে বিরাটের টিমের সামনে জোড়া লক্ষ্য। এক, ফাফ দু প্লেসির দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করা। দুই, এই টেস্ট ম্যাচটি জিতে বিশ্ব টেস্ট সিরিজে পয়েন্ট বাড়িয়ে নেওয়া।
বুধবার সকালে রাঁচি স্টেডিয়ামে প্র্যাক্টিসে নেমেছিলেন চেতেশ্বর পূজারা-মায়াঙ্ক আগরওয়ালরা। বিকেলের দিকে প্র্যাক্টিসে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। সিরিজ হারলেও শেষ টেস্টে একেবারে লক্ষ্যহীন অবস্থায় নামছে না প্রোটিয়ারাও। একে তো জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পাওয়া যাবে, অন্য দিকে কিছুটা মুখরক্ষাও হবে। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, বিশাখাপত্তনম আর পুণের মতো রাঁচিতেও টিম ইন্ডিয়ার জয় শুধু সময়ের অপেক্ষা।