প্রকাশ্যে দাপট দেখালেও গেরুয়া শিবিরের গোষ্ঠী দ্বন্দ্বের কথা শোনা যায় প্রায়শই।গতকাল ঘটল সেই একই ঘটনা। দলীয় কর্মীদের রোষের মুখে পড়লেন স্বয়ং বিজেপি সভাপতি! এই ঘটনা ফের প্রমাণ করল বিজেপির অন্দরের টালমাটাল অবস্থার কথা।
গতকাল রাজ্য দফতরের সামনে বিজেপির ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। জেলা সভাপতির বিরুদ্ধে গণডেপুটেশন জমা দিলেন।যেখানে ববি দাস অর্থাৎ জেলা সভাপতির বিরুদ্ধে উঠে এসেছে একাধিক অভিযোগ। কর্মীরা একটি ফেস্টুনে লিখেছেন, জেলা সভাপতি দলের প্রচারের জন্যে বরাদ্দ টাকা খরচ করেন না। ভোটের সময় যোগ্য প্রার্থী এবং ভোটকর্মী বাছাই করেননি। শুধু তসি নয় কর্মীরা জানাচ্ছেন দলের কাজেও তাঁর গা ছাড়া মনোভাব দেখা গেছে। কর্মীদের সমস্যায় পাশে থাকেননা তিনি।
গতকাল কর্মীরা বিজেপির রাজ্য দফতরের সামনে ধর্ণা দেন। তাঁদের সঙ্গে পরে কথা বলেন, দলের-সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি অভিযুক্ত সভাপতির বিরুদ্ধে তেমন কোনও ব্যবস্থা নেওয়ার কথা তো বলেনইনি উল্টে বলেন, “দলে সাংগঠনিক নির্বাচন চলছে, এবার জেলাস্তরে নির্বাচন শুরু হবে এখন কারোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে না পরে ওনার সঙ্গে কথা বলা হবে”।