বাংলার নিজস্ব সংস্কৃতিকে ধ্বংস করে গেরুয়া সংস্কৃতির আমদানি করতে চাইছে বিজেপি। এমন অভিযোগ বারবারই করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাঁর এই অভিযোগ যে আদৌ ভ্রান্ত নয়, লোকসভা ভোটের সময় থেকেই একাধিক বার মিলেছে তার প্রমাণ। কখনও ‘জয় শ্রীরাম’ স্লোগান, তো কখনও আবার গুজরাত, হরিয়ানা বা রাজস্থানের মতো এই রাজ্যের বাসিন্দাদেরও নিরামিষভোজন শুরুর নিদান দেওয়া, নানা ভাবেই বাংলার নিজস্ব রীতিনীতি ও সংস্কৃতির ওপর আঘাত হানতে মরিয়া গেরুয়া শিবির। এমনকী কিছু কিছু ক্ষেত্রে জোর করে তা চাপিয়ে দেওয়াও হচ্ছে। এবার বাংলার প্রশংসা করতে গিয়ে ‘ভক্ত’দের এই অসহিষ্ণুতা নিয়েই কটাক্ষ করলেন বিশিষ্ট লেখক তথা মাইথোলজিস্ট দেবদত্ত পট্টনায়ক।
গতকাল নিজের টুইটার হ্যান্ডলে করা এক টুইটে পট্টনায়ক লেখেন, ‘বাংলায় দুর্গাপুজোর সময় দেবী দুর্গাকে ভোগে তারা ডিম-মাছ-মাংসের মতো আমিষ খাবার দেন। আর দেবীও খুশি হয়ে তাঁর সন্তানদের নোবেল পুরষ্কার জয় নিশ্চিত করেন। আর যাঁরা নিরামিষভোজন চাপিয়ে দেন বা আমিষ খাওয়া নিয়ে হওয়া নানা মজাদার ট্রোলকে সমর্থন করেন, তারা আসলে যশ-খ্যাতির দেবী লক্ষ্মী এবং বিদ্যার দেবী সরস্বতীকে অসন্তুষ্টই করেন। আর এর ফল কী, তা তো জানাই রয়েছে।’ পট্টনায়কের এই টুইটের পরই তা রিটুইট করতে শুরু করেন নেটিজেনরা। স্ক্রিনশট তুলে নিজের নিজের ফেসবুক অ্যাকাউন্টেও তা পোস্ট করেন বহু বাংলাভাষী বা এ রাজ্যের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ফলে ইতিমধ্যেই ভাইরাল পট্টনায়কের এই টুইট।