ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। গেরুয়া শিবিরে যোগদানের পর থেকেই তাঁর সাঙ্গপাঙ্গদের দৌড়াত্ম্যে লোকসভা ভোটের সময় থেকে এখনও পর্যন্ত শান্তি ফেরেনি কাঁকিনাড়ায়। কিছুদিন আগেও গণ্ডগোলের জেরে মারাত্মক উত্তপ্ত হয়েছিল ভাটপাড়া এলাকা। এবার বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে রুজু হল অস্ত্র আইনে মামলা।
বিভিন্ন সময়ে একাধিকবার বিজেপি নেতা অর্জুন সিংকে দেখা গেছে আগ্নেয়াস্ত্র হাতে। এবং তিনি বারংবার বলেছেন সেই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স তাঁর কাছে আছে। কিন্তু সন্দেহ হওয়াতে তদন্তে নামে পুলিশ। তদন্তে জানা যায় এক বিস্ফোরক তথ্য। জানা গেছে ভুয়ো ঠিকানা দেখিয়ে নাগাল্যান্ড থেকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাগিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ।
অর্জুন একা নন, সাংসদের বিধায়ক-পুত্র পবন সিংহ, ভাইপো সৌরভ সিংহ ও রঞ্জিত (পাপ্পু) সিংহের নামে যে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে, সবই ভুয়ো ঠিকানা দিয়ে জোগাড় করা বলে পুলিশের অভিযোগ। সবার বিরুদ্ধেই অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগে ব্যারাকপুর কমিশনারেটে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবীকরণের আবেদন জমা পড়ে। তখনই দেখা যায়, চারটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়া হয়েছিল নাগাল্যান্ড থেকে। চারটিই ব্যারাকপুরের সাংসদ এবং তাঁর পরিবারের সদস্যদের নামে। নাগাল্যান্ডের ঠিকানা দেখে পুলিশের সন্দেহ হয়।এর পরে পুলিশের একটি দলকে পাঠানো হয় নাগাল্যান্ডে। তদন্তে জানা যায়, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়ার জন্য ভুয়ো ঠিকানা দেওয়া হয়েছে। তদন্তকারী দলের রিপোর্ট ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মার কাছে জমা পড়ে দিন তিনেক আগে। তার পরেই পুলিশ অস্ত্র আইনে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
অর্জুন দীর্ঘদিন তৃণমূল বিধায়ক ছিলেন। বিজেপিতে গিয়ে সাংসদ হওয়ার পরে তাঁর ছেড়ে যাওয়া আসনে জিতে বিধায়ক হন পবন। ভাটপাড়ার পুরপ্রধানের চেয়ারে বসেন সৌরভ। পাপ্পু ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে অর্জুন আইন মেনেছিলেন কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে ঠিকানা যে যাচাই হয়নি, সে বিষয়ে পুলিশ নিশ্চিত। আইন অনুযায়ী, সেক্ষেত্রে অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ।