সারাবছরই প্রশাসন ও দলের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর তার সাথে যুক্ত হয়েছে ‘দিদিকে বলো’। কিন্তু এই প্রবল ব্যস্ততার মধ্যেও ফের কলম ধরেছেন তিনি। লিখেছেন সাত-সাতটি গান, যেগুলিতে সুরারোপও করেছেন নিজেই। মহালয়ার পুণ্য তিথিতে মুক্তি পেতে চলেছে সেই গানের অ্যালবাম ‘মাটি’।
মমতার কথায় ও সুরে অ্যালবামের সাতটি গানই গেয়েছেন লোপামুদ্রা, রূপঙ্কর, মনোময়, জোজো, শান্তনু রায়চৌধুরি ও ইন্দ্রনীল সেনের মতো বাংলার নামী সঙ্গীতশিল্পীরা। ‘পাহাড় কাঁদে সবুজ কাঁদে’ গেয়েছেন ইন্দ্রনীল সেন, রূপঙ্করের গলায় শোনা যাবে ‘আকাশ তুমি বৃষ্টি দিলে’, ‘মা গো তোমার ভালবাসায়’ গেয়েছেন মনোময় ভট্টাচার্য, জোজোর গলায় শোনা যাবে ‘ইকি উকি বুকি হাম্বা হাম্বা হো’, ‘দে দোল দোল দোল’ গেয়েছেন শান্তনু রায়চৌধুরি, ‘মাটি আমার মনের ফসল’ ইন্দ্রনীল সেন, ‘ছিল একটি ছোট্ট মেয়ে’ লোপামুদ্রা মিত্র। অ্যালবামের প্রচ্ছদ করেছেন অভিজিৎ চক্রবর্তী। দাম ৬৫ টাকা। আগামী ২৮ সেপ্টেম্বর শনিবার, বিকেলে নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই এই অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশ।
বিশিষ্ট শিল্পী মনোময় ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর লেখা গান আগেও গেয়েছেন। তবে এ বারের গানটি গেয়ে তিনি আরও বেশি তৃপ্তি পেয়েছেন বলে জানিয়েছেন। গত সপ্তাহেই রেকর্ড করা হয়েছে গানটি। মনোময় বলেন, ‘আমি যে গানটি গেয়েছি সেটা মা দুর্গাকে নিয়ে। কথা, সুর এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট সবটাই খুব সুন্দর। দিদির কথা ও সুরে আগেও গান গেয়েছি। তবে এ বারের গানটার মাধুর্য আরও বেশি।’ পুজো এলেই সুর-রসিকরা নতুন গানের খোঁজ করেন। গত বছর পুজোতে মমতার ‘রৌদ্রছায়া’ অ্যালবামটি যে কারণে সুপারহিট হয়। প্রায় প্রতিটি মণ্ডপেই শোনা যায় এই অ্যালবামের গানগুলি। ২৮ সেপ্টেম্বর মহালয়ার দিন ‘মাটি’র আনুষ্ঠানিক মুক্তির পর উৎসবের মরশুমে এবারও যে মণ্ডপে মণ্ডপে সাদরে গ্রহণ করা হবে মুখ্যমন্ত্রীর এই নতুন গানের ডালি, তা বলাই বাহুল্য।