মোদী সরকারের দ্বিতীয় ইনিংসের শুরুতেই কেন্দ্রীয় নীতির জেরে দেশের অর্থনীতিতে গভীর মন্দা ও নীতি-পঙ্গুত্ব দেখা দিয়েছে। শিল্পে খরা। নগদ টাকার জোগান নেই। জিডিপি মুখ থুবড়ে পড়েছে। এই পরিস্থিতিতে সরকারের রাজস্ব আদায় কমবে, এটাই স্বাভাবিক। হয়েছেও তাই। চলতি আর্থিক বছরের প্রথম পাঁচ মাসে কেন্দ্রীয় সরকারের যে আয়কর আদায় হয়েছে, তা একেবারেই জুতসই নয়। সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস এর সূত্র থেকে পাওয়া হিসেব বলছে, ওই তিন মাসে আয়কর আদায় বৃদ্ধির হার মাত্র ৯ শতাংশ। তবে এই পরিস্থিতি সত্ত্বেও এ রাজ্যের অবস্থা যে একেবারে উল্টো, তা জানান দিচ্ছে দফতরের তথ্যই। তারা বলছে, আগস্ট পর্যন্ত এ রাজ্যের আয়কর বৃদ্ধির হার ১৯ শতাংশেরও বেশি। সাফল্যের এখানেই শেষ নয়। যে রাজ্যগুলিতে বেশি অঙ্কের আয়কর আদায় হয়, সেগুলির তুলনায় দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে বাংলা।
জানা গেছে, নতুন আর্থিক বছরের গোড়ায় ভোগ্যপণ্য ব্যবসাতেই এ হেন লক্ষ্মীলাভ হয়েছে বাংলায়। এ রাজ্যে যে সংস্থাগুলি থেকে সবচেয়ে বেশি আয়কর আদায় হয়েছে প্রথম ৩ মাসে, তা থেকেই উঠে এসেছে এই তথ্য। আইটিসি, ব্রিটানিয়া ও টাটা বেভারেজেস-এর মতো সংস্থা, যেগুলির সদর দফতর কলকাতায়, তারা বছরের গোড়া থেকেই ভাল ব্যবসা করেছে। গত ৩১ মার্চ পর্যন্ত কলকাতা সার্কেল থেকে মোট আয়কর আদায় হয়েছে ৪৩ হাজার ১৭৯ কোটি টাকা। এর মধ্যে কর্পোরেট ট্যাক্স প্রায় ২৭ হাজার ৫১৪ কোটি এবং ব্যক্তিগত ইনকাম ট্যাক্স প্রায় ১৫ হাজার ৬৬৩ কোটি টাকা। যে অঙ্কের শিল্পভিত্তিক আয়কর আদায় হয় এখানে, তার ২০ শতাংশ দখল করেছিল আইটিসি, যাদের এখন মূল ব্যবসাই ভোগ্যপণ্য। এবারের প্রথম ৩ মাসেও সেই সাফল্য ধরে রেখেছে তারা। তাদের থেকে ৭৫০ কোটি টাকার আয়কর আদায় হয়েছে। যা গত আর্থিক বছরের প্রথম ৩ মাসের তুলনায় ৭০ কোটি বেশি।