আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় ১১ বছর পার করলেন বিরাট কোহলি।টিন-এজ সদস্য থেকে দলের নেতৃত্বের ব্যাটন। ১৮ অগাস্ট, ২০০৮ ডাম্বুলায় অভিষেক ওয়ান-ডে ম্যাচে ১৮ রানে ফিরেছিলেন প্যাভিলিয়নে। আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম একবছর ছিল না কোনও সেঞ্চুরি। তবু নিঃশব্দে স্বপ্ন ধাওয়া করে ফিরেছেন অধুনা ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। আর তার ফলই পেলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ঠিক ১১ বছর পর ফিরোজ শাহ কোটলায় স্ট্যান্ড হচ্ছে বিরাট কোহলির নামে। দিল্লি ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) পক্ষ থেকে রবিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এ ক্ষেত্রে ভারতীয় ক্যাপ্টেনই কনিষ্ঠতম সক্রিয় ক্রিকেটার হবেন যাঁর নামে স্ট্যান্ড হবে এই স্টেডিয়ামে।
আগামী ১২ সেপ্টেম্বর জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক অনুষ্ঠানে সরকারি ভাবে ঘোষণা হবে এই স্ট্যান্ডের নামের। ডিডিসিএ প্রেসিডেন্ট রজত শর্মার কথায়, ‘সারা বিশ্বে ক্রিকেটে অসাধারণ অবদান রেখেছেন বিরাট কোহলি। তাঁকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত।’ এই খবর জানতে পেরে বিরাটের ভক্তরা আপ্লুত।
কেরিয়ারে দীর্ঘ সময়ে এসেছে অনেক চড়াই-উতরাই। তবু কোহলি সবসময় চেষ্টা করে গেছেন তাঁর কভার ড্রাইভের মতোই নিখুঁত থাকতে। স্মৃতির সরণি বেয়ে কেরিয়ারের একাদশ বর্ষপূর্তিতে হয়তো ভিড় করে আসছিল অনেক কথাই। তাই সুদূর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বসে এমন দিনে অনুরাগীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রাখলেন ‘দ্য রানমেশিন’। সোমবার সকাল-সকাল কোহলির আবেগঘন সেই বার্তায় মিশে ছিল মূল্যবান উপদেশও।
কেরিয়ারের একাদশ বর্ষপূর্তিতে ভারতের দলনায়ক টুইটারে লিখলেন, ‘টিন-এজার হিসেবে ২০০৮ এই দিনে যাত্রা শুরু করার ১১ বছর পর আন্তর্জাতিক কেরিয়ারকে ফিরে দেখা। ঈশ্বর আমাকে যা আশীর্বাদ দিয়েছেন তা আমি স্বপ্নেও ভাবিনি। সঠিক পথ খুঁজে নাও। তোমরাও তোমাদের স্বপ্ন ধাওয়া করার শক্তি সঞ্চয় করো।