বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বেশ কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে চলেছেন ভারতের দুই মহিলা তারকা সাইনা নেহওয়াল এবং পি ভি সিন্ধুর জন্য।
ব্রাসেলে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া প্রতিযোগিতার যে ড্র হয়েছে, তাতে প্রথম রাউন্ডে তুলনামূলক ভাবে সহজ প্রতিপক্ষ পেলেও, দুই তারকার জন্য তারপরেই আছে কঠিন পরীক্ষা৷
পঞ্চম বাছাই সিন্ধু কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছেন দ্বিতীয় বাছাই, চিনের তাই জ়ু ইং-এর বিরুদ্ধে। কোয়ার্টার ফাইনালে উঠলে অষ্টম বাছাই সাইনাকে খেলতে হবে চতুর্থ বাছাই, চিনের চেন ইয়ু ফেই-এর বিরুদ্ধে। এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও একটি তথ্য। একমাত্র ফাইনালে না উঠলে এই মঞ্চে দেখা হচ্ছে না দুই ভারতীয় তারকার।
অন্যদিকে মেয়েদের মতো পুরুষ সিঙ্গলসেও কঠিন লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে কিদম্বি শ্রীকান্তদেরও। যে ড্র হয়েছে, তাতে সপ্তম বাছাই শ্রীকান্ত শেষ আটে পৌঁছলে তাঁর প্রতিপক্ষ হবেন ভারতেরই সমীর বর্মা। ষোলো নম্বর বাছাই বি সাই প্রণীতের প্রতিপক্ষ হবেন ষষ্ঠ বাছাই ইন্দোনেশিয়ার অ্যান্থনি গিন্টিং। তবে সব চেয়ে কঠিন পথ পেরোতে হবে এইচ এস প্রণয়কে। প্রথম রাউন্ডে জিতলে তাঁর প্রতিপক্ষ লিন ডান। সেই ম্যাচে জিতলে তৃতীয় রাউন্ডে দ্বৈরথ শীর্ষবাছাই কেন্তো মোমোতার বিরুদ্ধে।