দিল্লীর মসনদে থেকে বারবার দেশের নিরাপত্তা সুরক্ষিত করার জন্য হুঙ্কার দিয়েছেন মোদী। নির্বাচনের প্রচারে বিজেপি আসল হাতিয়ার করেছিল সেনা ও দেশের সুরক্ষাকে। তবে এইবার সেনার অন্দরেই ঘটল ঘুষকাণ্ড। বিপুল পরিমাণ টাকা ঘুষ নিয়ে বিএসএফের আউটপোস্ট বানানোর বরাত পাইয়ে দেওয়ার ঘটনায় হাতেনাতে ধরা পড়ল এনপিসিসি ও আরও একটি বেসরকারি সংস্থার ৭ কর্তা।
এদিন ওই অভিযুক্তদের হাতেনাতে গ্রেফতার করল সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই দুর্নীতিতে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে এনপিসিসির আধিকারিককে। এদের একজন রাকেশমোহন কোতোয়াল ও অন্যজন লতিফুল পাশা। এছাড়া ওই বেসরকারি সংস্থার অনীশ বৈদ, বিনোদ সিং, রমেশ কুমারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এনপিসিসির আধিকারিকদের ৩ আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, এনসিপির ওই দুই কর্তা গুয়াহাটির এক বেসরকারি সংস্থার কাছ থেকে ২৫ লক্ষ টাকা ঘুষ চান। শর্ত ছিল ওই টাকার বিনিময়ে বিএসএফের আউট পোস্টের বরাত তাঁদের পাইয়ে দেবে এনপিসিসি।
পরিকল্পনা অনুযায়ী ২৫ লক্ষ টাকা দিল্লীতে নিয়ে যাওয়ার সবরকম ব্যবস্থা করে ফেলে ওই বেসরকারি সংস্থা। কিন্তু তার আগেই গোটা ঘটনার খবর পৌঁছে যায় সিবিআইয়ের কাছে। প্রথমে রাকেশের আত্মীয় সুনীলকে গ্রেফতার করে সিবিআই। তার সূত্র ধরে গ্রেফতার করা হয় বাকিদের। এইভাবে মোদী আমলে সেনাদের মধ্যে দুর্নীতির চিত্র উঠে আসায় হতভম্ব দেশবাসী।