হালিশহর পুনরুদ্ধার করেছে আগেই, তারপর কাঁচরাপাড়া। এইবার সেই তালিকায় যোগ হতে চলেছে গারুলিয়ার? নিজেদের থেকে চলে যাওয়া পুরসভাগুলো একে একে আবার নিজেদের দখলে নিয়ে আসছে রাজ্যের শাসক দল। টুইটারে তৃণমূল সমর্থকদের একাংশের দাবি, এবার গারুলিয়া পুরসভাতেও ‘ ঘর ওয়াপসি ‘ ঘটতে চলেছে। যদিও দলীয় নেতৃত্বের তরফে এই প্রসঙ্গে কোনও মন্তব্য করা হয়নি।
অর্জুন দূর্গে একের পর এক ফাটল ধরাচ্ছে রাজ্যের শাসকদল। হালিশহর ও কাঁচরাপাড়ার পর তাই আলোচনায় উত্তর ২৪ পরগনার গারুলিয়া পুরসভাও। সাম্প্রতিক একের পর এক তৃণমূলের ‘ঘর ওয়াপসি’র ঘটনায় মুখ পুড়েছে বিজেপির। দলের তরফে নির্দেশ, সাংগঠনিক রীতি মেনে রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেই অন্য দল থেকে লোক নেওয়া হবে।
হটাৎ এই পালা বদলে স্তম্ভিত হয়ে গেছে বিজেপি নেতৃত্ব। মোহ ভঙ্গ হচ্ছে সহজেই। তাই ফিরছে পুরোনো দলে এমনই দাবি তৃণমূল নেতৃত্বের। হাত থেকে বেরিয়ে যাওয়া পুরসভা দখল করছে রাজ্যের শাসকদল। এত তাড়াতাড়ি যে চিত্র পাল্টাবে সেটা ভাবতেই পারে নি বঙ্গ বিজেপি।