ওল্ড ট্র্যাফোর্ডে শেষ চারের মহারণে টস ভাগ্য সঙ্গ দিল নিউজিল্যান্ডকে৷ কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন৷ মেঘাচ্ছন্ন আবহাওয়ায় টস গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছিল৷ এও মনে করা হচ্ছিল যে, পরিবেশ-পরিস্থিতি বোলারদের অনুকূল থাকায় টস জিতলে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন দুই অধিনায়ক৷ তবে উিলিয়ামসন সেই পথে হাঁটেননি৷ তিনি তাজা পিচে প্রথমে ব্যাটিং করাই শ্রেয় মনে করেন৷ ভারত অধিনায়ক বিরাট কোহলিও উইলিয়ামসেনর সিদ্ধান্তে সহমত প্রকাশ করেন এবং বলেন যে, তিনিও টস জিতলে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতেন৷
এমনিতেই ভারত টুর্নামেন্টের অন্যতম ফেভারিট৷ তার উপর কোহলিরা লিগ চ্যাম্পিয়ন হওয়ায় স্বাভাবিকভাবেই সেমিফাইনালে টিম ইন্ডিয়াকেই এগিয়ে রাখছে সবাই৷ তবে খাতায়-কলমে নয়, ভারত এগিয়ে থাকতে চায় মাঠের লড়াইয়ে৷ সেই লক্ষ্যেই মাঠে নামছে ভারত৷
অন্যদিকে আন্ডারডগ হিসাবে খেলতে নামাটা তাদের উপর থেকে প্রত্যাশার চাপ কমিয়ে দেবে বলেই ধারণা কিউয়ি শিবিরের৷ গত বারের রানার্সরা এবার ভারতকে চমকে দিয়ে আরও একবার ফাইনালে উঠতে তৎপর৷
লিগে দু’দলের মুখোমুখি লড়াই বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় ভারত-নিউজিল্যান্ড দু’দলই এক পয়েন্ট করে ভাগ করে নিয়েছে৷ তবে সেমিফাইনালে সেই সম্ভাবনা নেই৷ লড়াই এখানে নকআউটের৷ ফলে একটা দলই জায়গা করে নেবে খেতাবি লড়াইয়ে৷
ভারতীয় দল: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (ক্যাপ্টেন) ঋষভ পন্ত, এমএস ধোনি (উইকেটকিপার), দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যুবেন্দ্র চাহাল ও জসপ্রীত বুমরাহ৷
নিউজিল্যান্ড দল: মার্টিন গাপ্তিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), রস টেলর, টম লাথাম (উইকেটকিপার), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্ট্যান্টনার, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট৷