দু’মাসের মধ্যেই ‘ঘর ওয়াপসি’। বিজেপি নেতা মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশুর হাত ধরে দিল্লীতে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন হালিশহর পুরসভার ৮ কাউন্সিলর। মঙ্গলবার ফের তৃণমূলেই ফিরে এলেন তাঁরা। বিধানসভায় সাংবাদিক বৈঠক করে কাউন্সিলরদের ‘ঘর ওয়াপসি’ ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এর ফলে হাতছাড়া হওয়া হালিশহর পুরসভা ফের একবার তৃণমূলের দখলে এল।
২৯ মে একাধিক তৃণমূল কাউন্সিলরকে দিল্লী নিয়ে গিয়ে হাতে গেরুয়া পতাকা তুলে দিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। এই ঘটনার প্রতিক্রিয়ায় সেদিন তৃণমূলের সিনিয়র নেতা ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘চাপের মুখে ওদের নিয়ে যাওয়া হয়েছে। আজ যাঁরা বিজেপি-তে গিয়েছেন, কয়েক দিন পরই দেখবেন তাঁরা তৃণমূলে ফিরে এসেছেন।’
এদিন সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী জানান, ‘বিজেপি-তে যাওয়া কাউন্সিলরদের আজ তৃণমূলে প্রত্যাবর্তন হল। এঁদের জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। বন্দুকের জোরে ভয় দেখিয়ে দিল্লী নিয়ে গিয়েছিল ওখানকার নতুন সাংসদ। অমিত শাহের সামনে যত বেশি লোক নিয়ে যাবে, তত মিস্টার রায় ও মিস্টার সিংয়ের স্কোর বাড়বে’।
গেরুয়া শিবিরকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, ‘ওদের ওই মুখে গুটখা পরিবেশে এই কাউন্সিলরদের হাঁসফাঁস অবস্থা হচ্ছিল। ওরা তাই ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসার পরিবেশে ফিরে এল। হালিশহর তৃণমূলের ছিল, আছে, থাকবে।’
ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকেও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মন্ত্রী। বলেন, ‘ভাটপাড়ায় সন্ত্রাস চালাচ্ছে অর্জুন সিং। তবে এলাকা এখন পুলিশের কন্ট্রোলে। আইনশৃঙ্খলা ঠিক আছে। অর্জুন বাহিনী এরপর সন্ত্রাস করলে জেলে যেতে হবে।’