বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার একটি দলে তিন উইকেটকিপার ব্যাটসম্যান৷ মঙ্গলবার এজবাস্টনে বাংলাদেশের বিরুদ্ধে তিন উইকেটকিপারকে খেলিয়ে রেকর্ড করল টিম ইন্ডিয়া৷ বাংলাদেশের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি ও ঋষভ পন্থের সঙ্গে দীনেশ কার্তিককে প্রথম একাদশে রাখে ভারতীয় টিম। এজবাস্টনের বাইশ গজে বাংলাদেশের বিরুদ্ধে এদিন টস জিতে প্রথমে ব্যাটিং নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ বাংলাদেশকে হারালেই সেমিফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া৷ বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে এই বিশ্বকাপে একটি মাত্র ম্যাচ হেরেছে ভারত৷ ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘মেন ইন ব্লু’৷
টি-২০ ক্রিকেটে ভারতীয় একাদশে এই তিন উইকেটকিপার একই সঙ্গে খেললেও ওয়ান ডে ক্রিকেটে প্রথমবার৷ বিশ্বকাপের ইতিহাসে তো প্রথমবার৷ চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজে তিন উইকেটকিপারকে খেলিয়েছিল ভারত৷ যদিও ২-১ সিরিজ হারে টিম ইন্ডিয়া৷ কিন্তু ওয়ান ডে ফর্ম্যাটে প্রথমবার তিন উইকেটকিপার ব্যাটসম্যানকে খেলায় শাস্ত্রী-বিরাট জুটি৷ ইংল্যান্ডের বিরুদ্ধে মন্থর ব্যাটিংরে জন্য এদিন বাংলাদেশের বিরুদ্ধে কেদার যাদবকে বসিয়ে তৃতীয় উইকেটকিপার ব্যাটসম্যান কার্তিককে খেলানোর সিদ্ধান্ত নেন ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷ তামিলনাড়ুর উইকেটকিপার ব্যাটসম্যান শেষ ওয়ান ডে খেলেছেন চলতি বছরের শুরুতে হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে৷