সিদ্ধান্তটা অবশেষে নিয়েই ফেললেন ক্রিস গেইল। আর মাত্র ৩ মাস। তারপরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ‘ক্যারিবিয়ান দৈত্য’ ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, “অগস্ট-সেপ্টেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজে যে সিরিজ খেলতে যাবে ভারতীয় ক্রিকেট দল, সেখানে খেলেই অবসর নেবেন গেইল।”
আপাতত ইংল্যান্ডে বিশ্বকাপ খেলছেন গেইল। দু’টো হাফ সেঞ্চুরি করেছেন। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছে অর্ধশতরান। এখনও পর্যন্ত এই বিশ্বকাপে সবচেয়ে উঁচুতে ছয় মারার রেকর্ডও তাঁর দখলেই। তবু টিম ওয়েস্ট ইন্ডিজের হল খুব খারাপ। পরের রাউন্ডে যাওয়াও প্রশ্ন চিহ্নের মুখে। এর মধ্যেই অবসর ঘোষণা করলেন ক্রিস গেইল।
ওয়েস্টইন্ডিজ সফরে ৩ টি টি-টোয়েন্টি, ৩ টি একদিনের ম্যাচ এবং ২ টি টেস্ট খেলবে ভারতীয় ক্রিকেট দল। গেইল জানিয়েছেন, টি টোয়েন্টি না খেললেও, একদিনের ম্যাচ এবং দুটি টেস্ট তিনি খেলবেন। প্রথম টেস্ট শুরু হবে ২২ অগস্ট এবং দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ সেপ্টেম্বর। শেষ টেস্ট পাঁচ দিন পর্যন্ত চললে ৭ সেপ্টেম্বর সতীর্থদের থেকে গার্ড অফ অনার নিয়ে বাইশ গজকে বিদায় জানাবেন গেইল।
টেস্ট ক্রিকেটে ৭০০০ এর বেশি রান তাঁর ঝুলিতে। সঙ্গে রয়েছে ১৪টি সেঞ্চুরি। সর্বোচ্চ রান শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৩৩। ব্যাটের মতো বলেও জাদু দেখিয়েছেন গেইল। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০ এর বেশি উইকেটও রয়েছে তাঁর। এ হেন কিংবদন্তিকে সেপ্টেম্বরের পর আর দেখা যাবে না আন্তর্জাতিক ক্রিকেটে।