ভোটের আগে ও পরে একাধিক বার উত্তপ্ত হয়েছে জগদ্দল ভাটপাড়া। ফের একবার উত্তেজনা ছড়াল ভাটপাড়ায়। বুধবার সাত সকালে ভাটপাড়া পুলিশ ফাঁড়ির কাছেই গুলিবিদ্ধ হলেন বছর বাইশের এক যুবক। তাঁর নাম সুরজ মণ্ডল। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ভাটপাড়া পুরসভার উল্টোদিকে পুলিশ ফাঁড়ির পাশেই গলিতে বাড়ি সুরজের। সকাল সাতটা নাগাদ বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন সুরজ। সেই সময় বাইকে চেপে আসা দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি করে তাঁকে। সুরজের পিঠ ফুঁড়ে গুলি বেরিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নৈহাটির ঋষি বঙ্কিম কলেজের ছাত্র সুরজ। তাঁর বাবা ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলের কর্মী। প্রতিবেশীরা জানান, কোনও রাজনীতির সঙ্গে সুরজের কোনও যোগাযোগ ছিল না বলেই তাঁরা জানেন। তাই কেন তাকে গুলি করা হল তা নিয়ে ধন্দে সুরজের প্রতিবেশী ও পরিবার। পুরনো কোনও বিবাদের জেরে তাকে গুলি করা হল কি না খতিয়ে দেখছে পুলিশ। রক্তাক্ত অবস্থায় সুরজকে প্রথমে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যারা গুলি ছুড়েছে সেই দুষ্কৃতীরা এলাকার, না কি বহিরাগত সিসিটিভির ফুটেজ দেখে তা চিহ্নিত করার চেষ্টা হচ্ছে।
