বারংবার পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ শেষমেশ ঢলে পড়ল অস্ট্রেলিয়ার দিকে৷ টনটনে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ৪১ রানে পরাজিত করে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল অস্ট্রেলিয়া৷
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৯ ওভারে ৩০৭ রানে অলআউট হয়ে যায়৷ এদিন অজিদের হয়ে দুরন্ত শতরান করেন ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার৷ তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে অধিনায়কোচিত হাফসেঞ্চুরি করেন অ্যারন ফিঞ্চ৷ ধীরে ধীরে নাগালের বাইরে চলে যেতে বসা ম্যাচে পাকিস্তানকে শেষমেশ লড়াইয়ে ফেরান মহম্মদ আমের৷ ৪৯ ওভারে ১০ টি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তোলে ৩০৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৫.৪ ওভারে মাত্র ২৬৬ রানে অলআউট হয়ে যায়৷ ইমাম, বাবর, হাফিজ, সরফরাজ, হাসান, রিয়াজরা সম্মিলিতভাবে লড়াই চালালেও শেষরক্ষা করতে পারেননি৷ অজি বোলিং বিভাগের কামিন্স, স্টার্ক, রিচার্ডসনরা কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তান ইনিংসকে ভাঙার দায়িত্ব ভাগ করে নেন৷
মেঘাচ্ছন্ন আবহাওয়ায় ঘাসে ঢাকা পিচে টসে জিতে বোলিং নেওয়াটা যদি পাকিস্তানের প্রাথমিক সুবিধা হয়ে থাকে, তবে দুই ওপেনারের ব্যাটে ভর করে ইনিংসের শক্ত ভিত গড়া নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার হাতে এনে দেয় ম্যাচের রাশ৷ একসময় সাড়ে তিনশো রানের ইঙ্গিত দেওয়া অস্ট্রেলিয়াকে ৩০৭ রানে আটকে রাখার নিশ্চিতভাবেই পাকিস্তানের বোলারদের কৃতিত্ব এবং এভাবেই ম্যাচে নিজেদের ভাসিয়ে রাখে সরফরাজ বাহিনী৷
পালটা ব্যাট করতে নামা পাকিস্তান শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায়৷ পরে হাফিজ ও ইমাম উল হক-এর ব্যাটে ভর করে পাকিস্তানের জয়ের সম্ভাবনা তৈরি হয়৷ মিডল অর্ডারে পর পর উইকেট হারিয়ে পাকিস্তান যখন নিশ্চিত হারের মুখে, তখন সরফরাজের সঙ্গে জুটি বেঁধে ওয়াহাব রিয়াজ পুনরায় অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেয়৷
এভাবেই বার বার পট পরিবর্তন করে এবারের বিশ্বকাপেই অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ৷ যদিও শেষমেশ পাকিস্তান তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ২৬৬ রানেই অলআউট করে পাকিস্তানের ইনিংস শেষ করে দেয় অস্ট্রেলিয়ার বোলাররা।