ফের স্বমহিমায় শিবসেনা। আবারও কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগল তাঁরা। সোমবার উদ্ধব ঠাকরের দলের মুখপত্র সামনায় মোদী সরকারকে আক্রমণ করা হয়েছে। শিবসেনা বিজেপির সবচেয়ে পুরনো শরিক দল। এনডিএ-র শুরুর প্রথম দিন থেকেই শিবসেনা বিজেপির সঙ্গে রয়েছে। কিন্তু গত পাঁচ বছরে দুই দলের মধ্যে একাধিকবার মনোমালিন্য তৈরি হয়। সামনাকে হাতিয়ার করে বারবার বিজেপির সমালোচনা করা হয়েছে শিবসেনার তরফে। কিন্তু ভোট মিটতেই ফের ফাটল স্পষ্ট হল বিজেপি ও শিবসেনার মধ্যে।
এবারের বিষয় বেকারত্ব ও আর্থিক বৃদ্ধি না হওয়া। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবিলম্বে পদক্ষেপ করা উচিত বলেই মত শিবসেনার। আর সেকথাই তারা লিখেছে তাদের মুখপত্রে। তাদের মতে, কেন্দ্রীয় সরকারের কর্মসংস্থান তৈরির দিকে জোর দেওয়া উচিত। সোমবার সামনায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও শিল্পস্থাপনের ব্যর্থতাই বর্তমান মোদী সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে গত পাঁচবছরে যে মোদী সরকার দু’কোটি কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ, তাও ওই প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে।