ভেবেছিলেন ভোটে জেতার পর এবারও মন্ত্রীত্ব পাবেন তিনি। কিন্তু সে আশা পূরণ হয়নি তাঁর। পারেননি ছেলেকেও মন্ত্রীত্ব পাইয়ে দিতে। সবমিলিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের ওপর ক্ষোভে ফেটে পড়লেন মানেকা গান্ধী।
২০১৪ লোকসভা ভোটে মোদী সরকার ক্ষমতায় আসার পর বিগত পাঁচ বছর নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন মানেকা গান্ধী৷ এবার ২০১৯ এর লোকসভা ভোটে তিনি লড়েছেন সুলতানপুর থেকে৷ কিন্তু জয় হাসিল হলেও মন্ত্রীত্ব খোয়া গিয়েছে তাঁর৷ আর তাতেই মেজাজ হারিয়েছেন গান্ধী পরিবারের ছোট বৌ৷ মুখে কিছু না বললেও তাঁর উত্তরেই তা স্পষ্ট৷
ওঁর পুত্র বরুণ গান্ধীও এবার জিতেছেন পিলভিট থেকে৷ আশা করেছিলেন, নিজে মন্ত্রী না হতে পারলেও বরুণকে হয়তো এবার মন্ত্রী করা হবে৷ কিন্ত সে আশাতেও জল ঢেলেছে মোদী-শাহ জুটি৷
প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে তিনি সংখ্যালঘুদের উদ্দেশ্যে প্রায় হুমকির সুরেই বলেছিলেন, “আমাদের ভোট দিন, নয়তো দেশে কোনো কাজ হবে না”। এখন ভোটে জেতার পর তাঁকে নিজের মন্ত্রীসভাতেই রাখলেন না মোদী-শাহ জুটি। ১৯ এর লোকসভা ভোটে জেতার পর মা ও ছেলে উভয়ই এখন কেবল সাংসদ৷ ফলে তাতেই দলের প্রতি ক্ষুব্ধ হয়েছেন মানেকা।