সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফল বেরাতে দেখা গেছে, ফের একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছে বিজেপি। বিপুল জনসমর্থন নিয়ে টানা দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে ফিরেছেন নরেন্দ্র মোদী।
তবে এক সপ্তাহও না কাটতেই মোদী অ্যাণ্ড কোম্পানীকে তাঁদের দায়িত্ব সম্পর্কে হুঁশিয়ারি দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। যে কোনও গণতান্ত্রিক নির্বাচিত সরকারকেই ক্ষমতার ‘অপব্যবহার’ রুখতে সচেষ্ট হওয়া প্রয়োজন বলে রবিবার মন্তব্য করেছেন সঙ্ঘের প্রধান মোহন ভগবত। আগামীদিনেও প্রয়োজন মতো আরএসএস সরকারকে গঠনমূলক পরামর্শ দেবে বলে জানিয়েছেন তিনি।
গতকাল নাগপুরে এক সমাবেশে আরএসএসের প্রধান বলেন, ‘গণতান্ত্রিক ভাবে নির্বাচিতরা প্রবল ক্ষমতার অধিকারী হন। তার অর্থ এই নয় যে, ক্ষমতার অপব্যবহার করতে হবে। কোনও পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকার কোনও পরামর্শ চাইলে ইতিবাচক মনোভাব নিয়ে আরএসএস তা দেবে।’