২৩ মে ভোটের ফলপ্রকাশের পর থেকেই আরও আগ্রাসী হয়ে উঠেছে গেরুয়া শিবির। বিজেপিকে সমর্থন না করায় বা ‘ভক্ত’দের ‘অনুরোধে’ জয় শ্রীরাম না বলায় একাধিক জায়গায় আক্রমণের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ফের ‘জয় শ্রীরাম’ ধ্বনি-সহ আক্রমণের মুখে পড়লেন এক ব্যক্তি। এবার ঘটনাস্থল খোদ রাজধানী দিল্লির পরিচিত এলাকা কনৌট প্লেস। ঘটনার শিকার হলেন পুণের বিখ্যাত স্ত্রী-রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অরুণ গাদ্রে। অভিযোগ, তাঁর ধর্ম কী জানতে চাওয়া হয়, এবং তাঁকে ঘিরে ধরে জোর করে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করে একদল ধর্মোন্মাদ যুবক। তাঁরা যে প্রত্যেকেই বিজেপি সমর্থক ছিলেন, তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, দিল্লীর বিজনৌর এলাকায় ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে পুণে থেকে রাজধানীতে এসেছিলেন অরুণ গাদ্রে। যন্তরমন্তরের কাছে ছিলেন তিনি। জানা গেছে, সোমবার ভোরে তিনি হাঁটার জন্য ঘর থকেে বেরোতেই পাঁচ-ছ’জনের একটি দল আচমকা ঘিরে ধরে তাঁকে। কনৌট প্লেসের হনুমান মন্দিরের কাছে প্রকাশ্য দিনের আলোয় এমনটা ঘটায় থতমত খেয়ে যান তিনি। কিন্তু পুনের হাসপাতালের ওই বিশিষ্ট চিকিৎসক তখন পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি। পরে সাংবাদিক বন্ধু অনন্ত বাগাইকরকে তিনি এব্যাপারে জানালে ঘটনা জানাজানি হয়।
অনন্ত জানিয়েছেন, সোমবার আইএমএ–র উদ্যোগে বিজনোরে একটি অনু্ষ্ঠানে ভাষণ দেওয়ার কথা ছিল গাদ্রের। সেজন্য যন্তরমন্তরে কাছে ওয়াইএমসিএ–তে ছিলেন তিনি। রবিবার সকালে হাঁটতে বেরিয়েছিলেন গাদ্রে। কনট প্লেসের হনুমান মন্দিরের কাছে হঠাৎ কমপক্ষে ছয়জন যুবক তাঁকে ঘিরে ধরে তাঁর ধর্ম জানতে চায়। তারপর তাঁকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করে দলটি। বাগাইকর আরও জানিয়েছেন সম্প্রতি বাইপাস অস্ত্রোপচার হয়েছে গাদ্রের। ওই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তিনি। সোমবার সন্ধ্যায় পুনে ফিরে ঘটনাকে শোচনীয় বলে উল্লেখ করেন ঘনিষ্ঠ মহলে।
উল্লেখ্য, পেশায় চিকিৎসক হওয়ার পাশাপাশি অরুণ গাদ্রে দেশের চিকিৎসা আন্দোলনের এক জন সক্রিয় কর্মীও বটে। প্রাইভেট মেডিক্যাল সেক্টরে রোগী অধিকার বিষয়ে তাঁর বিশেষ অবদান আছে। চিকিৎসার পেশাগত দুর্নীতি নিয়ে একটি বইও লিখেছেন তিনি। স্ত্রী জ্যোৎস্না গাদরে এবং তিনি দীর্ঘ দিন ধরে মহারাষ্ট্রের বিস্তীর্ণ খরা-বিধ্বস্ত এলাকায় চিকিৎসা করছেন প্রান্তিক মানুষদের। তাই রাজধানীর বুকে, তাঁর ওপর এমন আচমকা হামলায় স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন চিকিৎসা মহল। আতঙ্কিত খোদ গাদ্রেও। তাঁর কথায়, ‘ঘটনার আকস্মিকতায় আমি স্তম্ভিত।’