প্রথম দিন থেকেই বীরভূমের তৃণমূল প্রার্থী নিজের জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলেন। এই লোকসভা নির্বাচনে জয়ী হয়ে হ্যা্টট্রিক করলেন শতাব্দী রায়। বিগত দু’বারের থেকে এইবার জয়ের ব্যবধান অনেক বেড়েছে। রাজ্যে বিজেপি হাওয়া রুখে দিইয়ে নিজের জয়ের ব্যবধানকে বাড়াতে পেরে রীতিমতো খুশি শতাব্দী।
সিউড়ি গণনাকেন্দ্র থেকে বেরিয়ে শতাব্দী বলেন, “বীরভূমের মানুষ আমাকে আবার সংসদে যাওয়ার সুযোগ করে দেওয়ায় তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। মার এই জয়ের পিছনে রয়েছে স্থানীয় নেতা ও কর্মীদের অক্লান্ত পরিশ্রম। আর তার থেকেও বড় কথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন”।
বিজেপি প্রার্থী দুধকুমার মন্ডলকে ৮১ হাজার ৫০২ ভোটের ব্যবধানে হারিয়ে টানা তিনবার জিতে হ্যাটট্রিক করলেন শতাব্দী রায়। এর আগের দুইবার অর্থাৎ ২০০৯ এবং ২০১৪ সালে তার জয়ের ব্যবধান ছিল যথাক্রমে ৬১৫১৯ এবং ৬৭২৬৩। আগের দু’বার হারিয়েছিলেন বামফ্রন্ট প্রার্থীকে আর এবার লড়াই হ বিজেপি প্রার্থীর সঙ্গে। সব রাউন্ডেই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।