কাল গোটা দেশে লোকসভা নির্বাচনের ভোট গণনা ও ফলাফল প্রকাশ হবে। তার আগেই আবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো কাশ্মীরে। এদিন কাশ্মীরে পরপর দু জায়গায় ভারতীয় সেনার সঙ্গে জঙ্গির সংঘর্ষ হয়।
আজ সকালে প্রথম ঘটনাটি ঘটে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার গোপালপুরা গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল ভারতীয় সেনা। তখনই হঠাৎ গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। গুলির লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি।
সূত্রের খবর, দুজনেই হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর সদস্য। এক জঙ্গির দেহ ইতিমধ্যেই শনাক্ত করা গেছে। তার নাম জাহিদ আহমেদ মান্তু। গতবছরই সে হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছিল। অপর জঙ্গির পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ভারতীয় সেনা। ইতিমধ্যেই এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। এলাকায় তল্লাশি অভিযান এখনো জারি রয়েছে।
এদিকে এরপরই বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু–কাশ্মীর। কুলগামের ঘটনার পরই পুঞ্চ জেলার মেন্ধর সেক্টরে আইইডি বিস্ফোরণ ঘটে। যার জেরে শহিদ হয়েছেন ১ জওয়ান। এছাড়া আহত হয়েছেন আরও ৮ জন। ঘটনার পরই গোটা এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। এই ঘটনার পিছনে কোন জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।