পাঁচ ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা নিশ্চিত করা ইউভেন্তুস আবারও হোঁচট খেয়েছে। আটলান্টার বিপক্ষে ঘরের মাঠে পিছিয়ে পড়ার পর শেষ দিকের গোলে হার এড়িয়েছে মৌসুমের শেষ ভাগে এসে খেই হারানো তুরিনের দলটি। হোঁচট খেলেও জুভেন্তাসের শিরোপা উৎসবে ভাটা পড়েনি। ম্যাচ শেষে টানা অষ্টমবারের চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
রবিবার রাতে ঘরের মাঠে আটলান্টাকে হারাতে না পারার হতাশা অবশ্য ভুলতে বেশি সময় লাগেনি জুভেন্তাসের ফুটবলার ও সমর্থকদের। ম্যাচের পরে মাঠেই ট্রফি তুলে দেওয়া হয়। রোনাল্ডোর মা মারিয়ো দোলোরেস, বান্ধবী জর্জিনা রদ্রিগেস ও ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রও উৎসবে যোগ দেন। তবে উৎসবের মাঝে বিপত্তিও ঘটে যায়। সি আর সেভেনের হাত ফস্কে ট্রফির আঘাত লাগে তাঁর ছেলের কপালে।
সেরি আ-তে এই নিয়ে টানা চার মাচ জয়শূন্য রইলো সর্বোচ্চ ৩৫ বারের চ্যাম্পিয়নরা। ইন্টারমিলান ও তোরিনোর সঙ্গে ড্রয়ের পর গত সপ্তাহে রোমার মাঠে ২-০ গোলে হেরেছিল আল্লেগ্রির শিষ্যরা। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচে এটা তাদের চতুর্থ ড্র। এ সময়ে তিনটিতে হেরেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে যাওয়া দলটি।
সেরা ফুটবলারের ট্রফি হাতে ছবি পোস্ট করে রোনাল্ডো টুইট করেন, ‘‘ইংল্যান্ড, স্পেন ও ইটালিতে চ্যাম্পিয়ন। এই তিন দেশে সেরা ফুটবলারও। স্বপ্নটা প্রতিদিন যখন বেঁচে থাকে লক্ষ্যপূরণের কোনও শেষ হয় না।’’
ফুটবলারেরা আবেগপ্রবণ হয়ে পড়েন আলেগ্রিকে বিদায় জানানোর সময়। ম্যাচ শুরু হওয়ার আগে ‘গার্ড অব অনার’ দেওয়া হয় তাঁকে। ম্যাচের পরে আলেগ্রিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন আন্দ্রেয়া বারজ়াগালি। সাংবাদিক বৈঠকে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি জুভেন্তাস ম্যানেজারও। টানা পাঁচ বার জুভেন্তাসকে সেরি-আ চ্যাম্পিয়ন করা আলেগ্রি বলেছেন, ‘‘ফুটবলকে আমি বিদায় জানাচ্ছি না। সাময়িক অবসর নিচ্ছি।’’ জুভেন্তাস কর্তৃপক্ষ যে তাঁকে রাখবে না, তা নাকি আগেই জানতেন আলেগ্রি। তিনি বলছেন, ‘‘গত বৃহস্পতিবার বৈঠকের পরেই আমি জেনে গিয়েছিলাম, পরের মরসুমে জুভেন্তাসে আমি থাকব না। আমাকে তা বলা হয়নি।’’