অশোকনগরের সভা থেকে নাম না করে ভারতী ঘোষকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি একজনের গায়েও হাত দিতে দেব না জানিয়ে এনআরসি নিয়েও মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।
শুক্রবার তৃণমূল প্রার্থী কাকলি ঘোষদস্তিদারের সমর্থনে প্রচার সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বৃহস্পতিবার গভীর রাতে ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পিংলায় গাড়িতে টাকা নিয়ে যাওয়া নিয়ে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সঙ্গে পুলিশের টানাপোড়েনের প্রসঙ্গ তুলে এনে মমতা বলেন, ‘কালকেও বিজেপির কোনও প্রার্থী কয়েক কোটি টাকা নিয়ে ধরা পড়েছে। কেন্দ্রের দেওয়া নিরাপত্তা বলয়ে সুযোগ নিয়ে রাজ্যে টাকা ঢোকানো হচ্ছে’। এরপরেই হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এভাবে টাকা বিলি করে বাংলায় ভোট হয় না। সব ধরে নেব।’ জনতার উদ্দেশে মমতা আহ্বান জানান, ‘রাত-পাহারা দিতে হবে’।
এদিন সভার শুরুতে সংবাদমাধ্যমের প্রসঙ্গ তুলে আনেন মমতা। তিনি বলেন, ‘রিজিওনাল মিডিয়া এখনও মোদীর সম্বন্ধে কিছু লিখলেও ন্যাশনাল মিডিয়া পুরোপুরি মোদীর কথা মতো চলছে। ভোটের জন্য কোটি কোটি টাকা খরচ করছে বিজেপি। অথচ কোনও মিডিয়াতেই কিছু ধরা পড়ছে না’। তারপরেই বৃহস্পতিবার রাতের ভারতী ঘোষের প্রসঙ্গ তুলে আনেন মমতা। বলেন, ‘কালকেও বিজেপির কোনও প্রার্থী কয়েক কোটি টাকা নিয়ে ধরা পড়েছে। বিজেপি নেতারা সিআরপিএফ, সিআইএসএফ-এর গাড়িতে করে টাকা নিয়ে গিয়ে বিলি করছে। দিল্লী থেকে তাদের জেড প্লাস, ওয়াই প্লাস, বিজেপি প্লাস নিরাপত্তা দেওয়া হচ্ছে।‘ মমতা আরও বলেন, ‘ইলেকশনের আগে এই টাকাগুলো নিয়ে গিয়ে দুষ্কৃতীদের দিয়ে বলা হচ্ছে, এলাকার দখল নিতে। সাধারণ মানুষকে একদিন মদ-মাংস খাইয়ে ভোট দেওয়াতে’।
বিজেপির এভাবে টাকা বিলি আটকানোর আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘যেই প্রচার শেষ হবে, ওমনি টাকা বিলি করবে বিজেপি। যে দিন প্রচার শেষ, সে দিন রাতেই টাকা বিলি করবে। কিন্তু বাংলায় টাকা বিলি করে ভোট করা যাবে না। কে কোথায় টাকা নিয়ে যাচ্ছেন, আমরা সব ধরে নেব। রাত জেগে পাহারা দিতে হবে’।