কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা নিয়ে হুঁশিয়ারি দিলেন অনুব্রত মন্ডল। গতকাল বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরার সমর্থনে গলসির খানা জংশনে একটি মাঠে জনসভায় বক্তব্য পেশ করেন অনুব্রত। কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, “ভোটের দিনে কেন্দ্রীয় বাহিনীকে স্যালুট জানাই, তবে বুথের ভিতরে ঢুকলে বাহিনীকে ছেড়ে কথা বলব না”। বিষ্ণুপুর কেন্দ্রের সমস্ত তৃণমূল কর্মীদের তিনি এই বলেই সতর্ক করেন।
দলীয় কর্মীদের অনুব্রত জানান, মানুষের সঙ্গে আছে তৃণমূল। আগেও ছিল, পরেও থাকবে। তাই কাউকে ভয় পেয়ে ভোট দেবেন না, এমনটা যেন না হয়। অনুব্রত এদিন সভামঞ্চ থেকে বলেন, “জওয়ানদের অবশ্যই সম্মান করবেন। তবে তাঁরা অন্যায় করলে ছেড়ে দেবেন না। বিজেপির মদতে সব কিছুই করতে পারে। হুমকি দিলেও ছাড়বেন না”। অনুব্রত এদিন সব মানুষের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।