বৃহস্পতিবার দাসপুর বিধানসভা এলাকার রানিচকে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা দেবের সমর্থনে জনসভা করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে মোদীর অকর্মণ্যতার বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন তিনি।
রাজীব বলেন, “ঘাটালের দীর্ঘদিনের সমস্যা মাস্টার প্ল্যান। সেই সমস্যার বিষয়ে এর আগে রাজ্যে অনেক সরকার এসেছে। তারা কিন্তু কখনও ওটা ভাবেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়টি অনুমোদন পেয়েছে। তারই কাজ অঙ্গ হিসেবে আমরা অনেকটা কাজও শুরু করে দিয়েছি। খুব তাড়াতাড়ি এই কাজ শেষ হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধায়ের উদ্যোগে ঘাটালের মাস্টার প্ল্যান যে মঞ্জুর হয়ে গিয়েছে, সেটাই জানেন না এখানের বিজেপি প্রার্থী। না জেনে তিনি আবার বড় বড় কথা বলছেন”।
রাজীববাবু বলেন, মুখ্যমন্ত্রী বুধবার ডেবরায় জানিয়ে গিয়েছেন নির্বাচনের পরই এর কাজ শুরু করা হবে। এখানের বিজেপি প্রার্থী মাস্টার প্ল্যান নিয়ে বড় বড় কথা বলছেন। বিজেপির যদি মাস্টার প্ল্যান নিয়ে দরদ থাকত তাহলে ওই মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ করত। তারা এক টাকাও অনুমোদন করেনি। শুধু মাস্টার প্ল্যান নয়। ঘাটাল এলাকার উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ১৫টি ব্রিজ নির্মাণের অনুমোদন দিয়েছে। বেশ কয়েকটি খাল সংস্কারেরও অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সরকার দেশের কোনও উন্নয়ন তো করেনি বরং উন্নয়নের গতিরোধ করে দিয়েছে।
ভারতী ঘোষেরও কড়া সমালোচনা করে তিনি বলেন, একসময় আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী ছিলেন। তা তিনি তখন যদি কোনও ভালো কাজ করে থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আপনাকে সুযোগ দিয়েছেন বলে কাজ করতে পেরেছেন। এখন আবার বড় বড় কথা বলছেন। উনি বাঙালিকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন। আপনাদের ইভিএমের মাধ্যমে ওই কথার প্রতিবাদ করে এমন ভোট দিতে হবে যাতে ওঁকে বাংলা ছেড়ে চলে গিয়ে উত্তরপ্রদেশে আশ্রয় নিতে হয়।
এদিন রাজীববাবু রানিচকের জনসভার পাশাপাশি ঘাটালের বাগাগেড়িয়া ও পান্নাতে দেবের উপস্তিতিতে জনসভা করেন। বাগাগেড়িয়ার সভায় উপস্থিত ছিলেন মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূর। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন দেখে মানুষ আমাদের ভোট দেবেন। আমাদের নেত্রী কথা কম বলেন, কাজ বেশি করেন। আর ভালো ভালো কাজের ক্ষেত্রে কাজ করার পর কথা বলেন। মোদি সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, নোট বন্দিটা আসলে মানুষকে গিনিপিগ বানানো হয়েছিল। মানুষ সব বুঝতে পেরেছেন। তাই ১২ মে ইভিএমের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপির গালে থাপ্পড় লাগাতে হবে।
তিনি বলেন, আমরা ১২ মাস পরিশ্রম করি। তাই নির্বাচনের সময় বলে আমাদের কাছে আলাদা কিছু নেই। আমরা প্রচারে উন্নয়নের কথাই তুলে ধরব। আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে বিজেপি আসলে কী করেছে, তা মানুষ জানে। ওরা শুধু ভাঁওতা দিয়েছে। আর দিদি করেছেন উন্নয়ন। তাই মানুষ আমাদের সঙ্গে়ই আছেন। দেব সম্পর্কে রাজীববাবু বলেন, দেব খুব ভালো ছেলে। কাজের মানুষ। বিগত পাঁচ বছর আপনাদের পাশে ছিলেন। আগামী পাঁচ বছরও মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দেব ঘাটাল নিয়ে নানান পরিকল্পনার কথা ভাববেন।