খড়দার শ্যামঘাট। স্বাস্থ্য–উদ্ধারে এসে গঙ্গার ঘাট লাগোয়া এই বাড়িতেই ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। এখানে বসে লিখেছিলেন বহু কবিতা। সময়ের স্রোতে আর নদীর ভাঙনে তলিয়ে যায় সেই বাড়ি। তবে টিকে আছে বাড়ির সিংহদুয়ার লাগোয়া কিছুটা জমি। আর এই জমিতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি অবে রবীন্দ্রচর্চা কেন্দ্র এবং সংগ্রহশালা। সিংহদুয়ার সমেত গোটা জমি সংরক্ষণের উদ্যোগ নেয় খড়দা রবীন্দ্র স্মৃতিরক্ষা কমিটি।
ব্যারাকপুর সুকান্ত সদনের প্রশাসনিক বৈঠকে রবীন্দ্র স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই জমিতে রবীন্দ্র চর্চা–কেন্দ্র এবং সংগ্রহশালা গড়ে তোলার আর্জি জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। কমিটির কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয় জেলাশাসক অন্তরা আচার্যের মাধ্যমে। সহযোগিতা করেন স্থানীয় কাউন্সিলর তপন দাশগুপ্ত।
খড়দা পুরসভার উপপ্রধান সুকণ্ঠ বণিক জানান, “ইতিমধ্যেই ওই প্রকল্পের জন্য ৪০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার রবীন্দ্র স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগেই খড়দায় উৎসাহ–উদ্দীপনার মধ্যে দিয়ে কবির ১৫৯তম জন্মদিন পালিত হয়। এ বছর থেকেই কমিটির উদ্যোগে শুরু হল ‘ঐকতান’ পুরস্কার প্রদান। প্রথম বছর পুরস্কার পেয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়”।