ভোট গণনায় ঠিক দু’দিন আগে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল। আগামী ২১ মে মাধ্যমিকের ফল বেরোবে। গতকাল বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি (এগজামিনেশন) মৌসুমী বন্দ্যোপাধ্যায়।
ওই দিন সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদ আনুষ্ঠানিক ভাবে পরীক্ষার ফল ঘোষণা করবে। সকাল ১০টায় ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। আর ওয়েবসাইটে ফল জানা যাবে ১০টার পর থেকে।
এ বছর ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০ জন পড়ুয়া বসেছিল। তবে গত বছরের তুলনায় সংখ্যাটা প্রায় ১৮ হাজার কম বলে দাবি মধ্যশিক্ষা পর্ষদের। গত ১২ ফেব্রুয়ারি থেকে এ রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। রাজ্যে সাত দফায় নির্বাচনের জেরে পরীক্ষার ফল প্রকাশে দেরি হবে না বলে শুরুতেই জানিয়ে দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই মতোই তিন মাসের মধ্যে, ভোট গণনার ঠিক দু’দিন আগে ফল ঘোষণার সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ।