গতকাল বাঁকুড়ার তালডাংরা এবং ওন্দায় সভা করেন যুব তৃণমূলের সর্ব ভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুই সভার মূল বক্তা ছিলেন তিনি। দুই সভাতেই তিনি জানান, নরেন্দ্র মোদী গত ৫ বছর শুধু বঞ্চনাই দিয়েছেন দেশবাসীকে। তাই বিজেপি বিদায় করতে প্রতি বুথে তাঁদের জমানত জব্দ করতেই হবে, এই আহ্বান জানান তিনি।
রাজ্যে ৮ বছরে ধারাবাহিকভাবে যে যে উন্নয়নের কাজ হয়েছে তার কথা তুল ধরেন অভিষেক। তিনি বলেন, “ আগে বড় সমস্যা ছিল পানীয় জলের। প্রথম পর্যায়ে ১৪ টি ব্লকে সেই সমস্যার সমাধান হয়েছে। পরের পর্যায়ে এখানে হবে”। আগামী ১ বছরের মধ্যে যে সেই কাজ শেষ হবে তাও জানান তিনি। তিনি আরও বলেন, “ ৩৪ বহর ক্ষমতায় থেকে সিপিএম এই সমস্যা মেটাতে পারেনি। মঙ্গলবার বাংলায় এসে অমিত শাহ অনেক কথা বললেও বাংলার উন্নয়ন নিয়ে তিনি কিচ্ছু বলেননি”।
অভিষেক ছাড়াও বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।তালডাংরার সভায় প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সমীর চক্রবর্তী, জেলা যুব সভাপতি রাজীব ঘোষাল। ওন্দার সভায় প্রার্থী শ্যামল সাঁতরা, জেলা তৃণমূল সভাপতি অরূপ খাঁ-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সভায় সকলেই রাম-বামকে মুদ্রার এপিঠ ওপিঠ বলে কটাক্ষ করে জানান, ওরা কেউ কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ করে না যত যা কিছু শুধু তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের হার্মাদ আর বিজেপির জল্লাদেরা এক হয়ে বাংলায় কালো দিন ফিরিয়ে আনার চেষ্টা করছে। তাই এই নির্বাচনে দুই দলেরই বিদায় ঘন্টা বাজাতে হবে।