আর মাত্র দু’সপ্তাহ পরে যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট৷ তবে তাঁর আগে বেজায় অস্বস্তিতে বিজেপি প্রার্থী অনুপম হাজরা৷ প্রচারে তো সাড়া পাচ্ছেনই না, উল্টে গোষ্ঠী কোন্দলে জেরবার অনুপম৷
কর্মীদের সঙ্গে আড্ডা দিচ্ছেন, কমলা রঙের বেলুন লাগানো প্রচার গাড়ি নিয়ে বের হচ্ছেন, কিন্তু কোথায় যেন তিনি নিঃসঙ্গ। একবার তো বলেই ফেললেন, ‘বেশ কিছু অপদার্থকে নিয়ে কাজ করছি!’ একথা শুনে নেতা–কর্মীদের একাংশ পাল্টা বললেন, ‘প্রচারে আসার ব্যাপারে প্রার্থীর সময়ের ঠিক নেই।’ এসবই চলছে।
অনুপমের অভিযোগ, ‘বিজেপি–র জেলা নেতৃত্ব তাঁর সঙ্গে সহযোগিতা করছেন না।’ অনুপম হাজরা একবার যা বলেন, পরেই তা পাল্টে নেন। দিশেহারা অবস্থা তাঁর। কভি হাঁ, কভি না! এসব নিয়ে বিব্রত অনুপমকে মাঝে মাঝেই ফেসবুক লাইভে নিজের কথা বলতে হচ্ছে। ভোট বড় বালাই!
অনুপমের ‘ডক্টরেট’–এর বছর নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁর বিরোধীরা। ২০১৪ সালে যখন নির্বাচনে লড়েন, তখন ডক্টরেট হয়েছেন ২০১৩ সালে। এমন বলা হয়েছিল মনোনয়নপত্রে। এবছর মনোনয়নপত্রে তিনি লিখেছেন, ২০১৭ সালে ডক্টরেট পেয়েছেন। এই নিয়েও বিতর্ক কম নয়৷
২ মাস আগে নতুন ফেসবুক খুলেছেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে তিনি পোস্ট দেন। কিন্তু ভোটের বাজারে তিনি কিছুতেই জমাটি ব্যাটিং করতে পারছেন না। তাঁর কেন্দ্রের একটি মাঠে ক্রিকেট খেলেছেন। নিজেই বাইক চালিয়ে প্রচার করছেন। অনুপম বড্ড নিঃসঙ্গ!