পঞ্চম দফা ভোটের মধ্যেই আবার তৃণমূল সমর্থকদের উপর অত্যাচারের অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের জামবনির বড়শোলে। তৃণমূল সমর্থকদের দোকানে হামলা ও তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এলাকায় মোতায়েন হয়েছে পুলিশবাহিনী।
সোমবার ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছিল বিজেপি সমর্থকদের একটি বাস। অভিযোগ, এর পরই বাস থেকে নেমে তৃণমূল সমর্থকদের দোকানে ভাঙচুর চালায় বিজেপি। মারধর করা হয় এক তৃণমূল নেতাকে। দু’টি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেন তাঁরা। ভাঙচুর হয়েছে বেশ কয়েকটি গাড়িতে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী। এইভাবে চারিদিকে হিংসার রাজনীতি চালিয়ে চলেছেন গেরুয়া শিবির। তটস্থ রাজ্যবাসী।