গত কয়েকদিন ধরে পুরুষদের প্রসাধন সামগ্রির একটি বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে। তাতে দেখানো হয়েছিল মহিলা নাপিত সেলুনে ছেলেদের চুল দাড়ি কাটছে। সত্যিই বিহারে দুই বোন এমন সেলুন চালান। তাঁদেরই এই বিজ্ঞাপনে নারীশক্তির বিকাশকে তুলে ধরা হয়েছে। এই বিকাশকে আরো দৃঢ় করলেন ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকর৷
ভক্তদের কার্যত চমকে দিয়েছেন শচীন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে জনপ্রিয় মহিলা নাপিতের কাছে দাড়ি কাটলেন তিনি।
সেই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শোয়ার করে তিনি লিখেছেন, বাইরের কারোর কাছে দাঁড়ি কাটার এটাই প্রথম অভিজ্ঞতা।
ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে শচীন বার্তা দিয়েছেন কোনও কাজই মেয়েদের পক্ষে কঠিন নয়। সব কাজই তাঁরা করতে পারেন।
ক্রিকেটের ময়দান থেকে অবসর নিলেও এখনও তিনি মাঠের ঈশ্বর৷ অবসর নেওয়ার পরেও একের পর সমাজসেবা মূলক কাজে নিজেকে জড়িয়ে ফেলেছেন তিনি। প্রায়ই নানা কাজে দেখা যায় তাঁকে৷ এবার নারীশক্তির জাগরণে যেভাবে তিনি এগিয়ে এলেন, তাতে আবারও সজোরে ছক্কা মারলেন তিনি৷