বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ বলেন, ‘সীমা লঙ্ঘন করছেন। এর পরিণতি ভালো হবে না।’
ঘটনার সূত্রপাত কেশপুরের আনন্দপুরে। সেখানে প্রচারে বেরিয়েছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। প্রচারের সময় তৃণমূল কর্মীদের সামনে পেয়ে তিনি বলেন, ‘উত্তরপ্রদেশ থেকে হাজার ছেলে নিয়ে এসে ঘরে ঢুকিয়ে দেব। বাড়ি থেকে টেনে বের করে এনে মারব। কুকুরের মতো মারব। খুঁজে পাওয়া যাবে না। ঘরে ঢুকে তালা মার বলছি।’
বিজেপির ভারতী ঘোষ যখন হুমকিবাজি করছেন তখন ঘটালেই তৃণমূল প্রার্থী দেবের হয়ে রোড শো-এ ব্যস্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই তৃণমূল নেত্রীর কাছে ভারতীর হুমকির খবর এসে পৌঁছয়। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা নিশানা করেন ভারতী ঘোষকে। বলেন, ‘আপনার বিরুদ্ধে আমার কাছে যা প্রমাণ আছে, তা প্রকাশ করে দিলেই মানুষ আপনাকে চিনে যাবে। আপনাকে চাইলেই আমরা গ্রেফতার করতে পারতাম। করিনি। বড্ড বেশি বারাবারি করছেন। সীমা লঙ্ঘন করছেন। এর পরিণতি ভাল হবে না।’
ভারতী ঘোষের এই মন্তব্যের বিষয়ে জেলা প্রশাসনের কাছে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে কমিশন। অবশ্য এর আগেও ভারতী ঘোষ এমন কাণ্ড ঘটিয়েছেন। দিন কয়েক আগেই প্রচারে বেরিয়ে এলাকার দোকানপাট বন্ধ দেখে মেজাজ সপ্তমে উঠেছিল তাঁর। তখন কেশপুর ও আনন্দপুর থানার ওসিকে উদ্দেশ করে হুমকি দিতে শোনা যায় ভারতী ঘোষকে। থানার অফিসারদের পর এবার তৃণমূল কর্মীদের প্রকাশ্যে বাইরে থেকে ছেলে এনে কুকুরের মতো মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ঘাটালের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হুমকি দিতে গিয়ে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ যা বলেছেন, তাতে অন্য রাজ্য থেকে বিজেপি লোক ঢোকাচ্ছে বলে তৃণমূলের পুরনো অভিযোগই মান্যতা পেয়ে গেল।